বাবর আজ়ম। —ফাইল চিত্র।
ভারতের ক্রিকেট পরিবেশ নিয়ে অভিজ্ঞতা নেই পাকিস্তানের ক্রিকেটারদের। দু’দেশের রাজনৈতিক বিরোধের জন্য বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ়। এ বারের বিশ্বকাপের আগে বাবর আজ়মেরা কখনও ভারতে খেলতে আসেননি। তাই সব কিছুই নতুন লাগছে পাকিস্তানের ক্রিকেটারদের কাছে।
পাকিস্তান প্রথম দু’টি ম্যাচ খেলেছে হায়দরাবাদে। সেখানকার আতিথেয়তা, দর্শকদের উন্মাদনা মুগ্ধ করেছিল বাবরদের। তৃতীয় ম্যাচে তাঁরা ভারতের মুখোমুখি হন আমদাবাদে। সেখানে আবার দর্শকদের একাংশের বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল তাঁদের। অর্থাৎ, ভারতের বিভিন্ন শহরে বিভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে তা নিয়ে মুখ খুলেছেন পাক অধিনায়ক বাবর। তিনি বলেছেন, ‘‘আমরা প্রথম বার ভারতে খেলতে এসেছি। ভারতের মাঠগুলোয় আমাদের খেলার সুযোগ হয় না। এখানকার প্রতিটি মাঠ আলাদা। উইকেট আলাদা। প্রতিটি স্টেডিয়ামের পরিবেশ আলাদা। তাই আমরা চেষ্টা করছি সব জায়গায় গিয়ে উপভোগ করার।’’ বাবর জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের ভারত সফরের অভিজ্ঞতা বেশ ভাল। তেমন কোনও সমস্যায় পড়তে হয়নি এ দেশে। উল্লেখ্য, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শেষ বার ভারতে এসেছিল পাকিস্তান দল।
বিশ্বকাপের প্রথম দু’ম্যাচে জয় পেলেও ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। এই পরিস্থিতিতে শুক্রবার বেঙ্গালুরুর ম্যাচ পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। প্যাট কামিন্সদের বিশ্বকাপ অভিযানের শুরুটা ভাল না হলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে। তাই পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক পাকিস্তান শিবির। শুক্রবার ভারতের তিনটি শহরে খেলা হয়ে যাবে বাবরদের।