বাবর আজ়ম। —ফাইল চিত্র।
পাকিস্তান দলের জেতার ইচ্ছাটাই ছিল না বলে মনে করছেন স্বয়ং অধিনায়ক। আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর বাবর আজ়ম এক হাত নিলেন দলের ফিল্ডারদের। সেই সঙ্গে জানালেন যে, এক জন ক্রিকেটারের অভাব বোধ করছেন তিনি।
এখানেই প্রশ্ন উঠছে, একে দলের পর পর হার, তার উপর অধিনায়কের এ কেমন মনোভাব? তিনি নিজেও খুব খারাপ ফিল্ডিং করেছেন। কিন্তু সাংবাদিক সম্মেলনে নিজের কথা না বলে শুধু সতীর্থদের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিলেন তিনি।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি হয়েছে পাকিস্তানের। আর একটি ম্যাচ হারলেই মুশকিল হবে দলের। এমন অবস্থায় দলের ক্রিকেটারদের উপর রেগে গেলেন বাবর। তাঁদের আদৌ খেলার মতো মানসিকতা আছে কি না, সেই নিয়েই প্রশ্ন তুললেন। সাংবাদিক বৈঠকে এসে বাবর বলেন, “ফিল্ডিং করার সময় একটা আলাদা রকমের শরীরী ভাষা প্রয়োজন। আমার দলে সেটা দেখতে পাচ্ছি না। শারীরিক ভাবে ফিট হতে হবে বাড়তি কিছু করার জন্য।” আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান দলের ফিল্ডিং দেখার পর বার বার সমালোচনা হচ্ছে। বাবর নিজেও সেই নিয়ে দলের উপর ক্ষিপ্ত।
ফিল্ডিং করার সময় কী করা উচিত, সেই সম্পর্কেও বলেছেন বাবর। পাক অধিনায়ক বলেন, “সব সময় বলের দিকে নজর রাখতে হয়। ফিল্ডিং করার সময় অন্য কিছু ভাবলে চলে না। ফিল্ডার হিসাবে সব সময় সক্রিয় থাকতে হয়। আমার মনে হয় দল হিসাবে আমরা সেটা দেখাতে পারছি না।” পাকিস্তানের পরের খেলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচের আগে নিজেদের শুধরে নিতে চান বাবর। তিনি বলেন, “অন্য রকম পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। পাল্টাতে হবে মানসিকতাও। দলের মধ্যে ইতিবাচক মনোভাব আনার চেষ্টা করব।”
আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে হেরেছে পাকিস্তান। ২৮২ রান করেও হারতে হয়েছে। বাবর বলেন, “এই হার আমাদের কষ্ট দেবে। তবে এই হার থেকে আমরা শেখার চেষ্টা করব। আমরা অনেক কিছুই ভাল করতে পারছি না। প্রতি ম্যাচে প্রতিপক্ষ আলাদা, তাই সেই অনুযায়ী পরিকল্পনা পাল্টাতে হবে আমাদের। কখনও আমরা বল হাতে ভাল করছি, কিন্তু সেই ম্যাচে ব্যাটারেরা পারছে না। অন্য ম্যাচে আবার ব্যাটারেরা রান করছে, কিন্তু ফিল্ডিং খারাপ হচ্ছে।”
বাবর মনে করছেন নাসিম শাহ থাকলে দল অন্য রকম হতে পারত। চোটের কারণে বিশ্বকাপ থেকে বাদ গিয়েছেন পাক পেসার। পাক অধিনায়ক বলেন, “নাসিমের অভাব বোধ করছি আমরা। তা ছাড়া পাকিস্তানের সেরা বোলিং আক্রমণ নিয়েই বিশ্বকাপ খেলতে এসেছি আমরা। কিন্তু কোনও কারণে দল হিসাবে আমরা ভাল খেলতে পারছি না। আমাদের আর হারানোর কিছু নেই। প্রতিটা ম্যাচই নতুন। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে।”