ICC ODI World Cup 2023

রবিবার ১৬০ রানে জিততেই নিজের ১৮ নম্বর জার্সি খুলে দিয়ে দিলেন কোহলি, কাকে?

বিশ্বকাপ জয় স্বপ্ন হলেও হয়তো এ বারের লক্ষ্য ছিল না। নেদারল্যান্ডস বিশ্বকাপে এসেছিল ক্রিকেট বিশ্বের সামনে নিজেদের দক্ষতার প্রমাণ দিতে। সেই লক্ষ্যে অনেকটাই সফল তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৯:৪৪
picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

ফুটবল মাঠে কমলা ঝড়ের সঙ্গে পরিচিত ফুটবলপ্রেমীরা। ক্রিকেট মাঠে ঝড় তুলতে না পারলেও পূর্বাভাস দিয়েছে কমলা ব্রিগেড। রবিবার ভারতের সঙ্গে নিয়মরক্ষার শেষ ম্যাচে শেষ হয়েছে তাদের বিশ্বকাপ। সেই ম্যাচের পর আবেগ ধরে রাখতে পারলেন না নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। প্রতিপক্ষে ক্রিকেটারদের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি, মহম্মদ শামিরাও।

Advertisement

বিশ্বকাপ জয় স্বপ্ন হলেও হয়তো এ বারের লক্ষ্য ছিল না। নেদারল্যান্ডস বিশ্বকাপে এসেছিল মূলত ক্রিকেট বিশ্বের সামনে নিজেদের দক্ষতার প্রমাণ দিতে। সেই লক্ষ্যে অনেকটাই সফল নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মতো দলকে হারিয়ে ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়েছেন তাঁরা। এক মাসের বেশি সময় ভারতের মাটিতে বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে খেলে দেশের ফেরার আগে আবেগে ভাসলেন স্কট এডওয়ার্ডস, ভ্যান ডার মারউই, বাস ডি লিডেরা। গ্যালারির দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানালেন নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। অনেকে আবেগ সামলাতে পারলেন না। আটকাতে পারলেন না চোখের জল।

এমনই আবেগঘন মুহূর্তে নেদারল্যান্ডসের অলরাউন্ডার মারউইকে নিজের ১৮ নম্বর জার্সি উপহার দিলেন কোহলি। খেলার পর প্রতিপক্ষের দুই জোরে বোলারকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন শামি। দেখিয়ে দিলেন কী ভাবে বল ধরতে হবে। ভারত-নেদারল্যান্ডস ম্যাচ শেষে রবিবার বেঙ্গালুরুর মাঠে দেখা গিয়েছে এমনই কিছু টুকরো টুকরো ছবি। যা তুলে ধরেছে বিশ্বকাপে লড়াইয়ে ক্রিকেটীয় সৌজন্যকে। দু’দলের ক্রিকেটার এই সব মুহূর্তের ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমেও। ক্রিকেটপ্রেমীদের সঙ্গে মুহূর্তগুলি ভাগ করে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কোহলিকে দেখা গিয়েছে নেদারল্যান্ডসের ক্রিকেটারদের কাছে এগিয়ে গিয়ে সান্ত্বনা জানাতে।

বিশ্বকাপ থেকে অবশ্য খালি হাতে ফিরছেন না নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। সেরা দলগুলির সঙ্গে খেলার অভিজ্ঞতা এবং ক্রিকেটপ্রেমীদের ভালবাসা নিয়ে দেশে ফিরলেন এডওয়ার্ডেরা। এবং স্বপ্ন। ক্রিকেটের ২২ গজেও কমলা জোয়ারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement