Record in Cricket

ক্রিকেটে তিন বিশ্বরেকর্ড, এশিয়ান গেমসে ইতিহাস, ভেঙে ছারখার রোহিত, যুবরাজের আগের নজির

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে এক ম্যাচে তিনটি বিশ্বরেকর্ড হল। ভেঙে গেল ভারতের যুবরাজ সিংহ, রোহিত শর্মাদের গড়া নজির। তিনটি রেকর্ডই করল একটি দল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৯:২৪
rojit sharma and yuvraj singh

রোহিত শর্মা (বাঁ দিকে) ও যুবরাজ সিংহ। —ফাইল চিত্র

এশিয়ান গেমসে এক ম্যাচেই তিনটি বিশ্বরেকর্ড ভেঙে দিল নেপাল। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়লেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিংহ ঐরি। ভেঙে ফেললেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংহের রেকর্ড। একই ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছেন কুশল মল্ল। তিনি ভেঙেছেন রোহিত শর্মা ও ডেভিড মিলারের রেকর্ড। টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৩১৪ রান করেছে নেপাল। এটিও বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টিতে এর আগে কোনও ম্যাচে ৩০০ রান হয়নি।

Advertisement

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট শুরু হয়েছে। সেখানেই মঙ্গোলিয়ার বিরুদ্ধে তিনটি বিশ্বরেকর্ড করেছে নেপাল। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে নেপাল। এর আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছিলেন রশিদ খানেরা। সেই রেকর্ড ভেঙে গিয়েছে।

নেপালের হয়ে শতরানের ইনিংস খেলেন কুশল। তিন নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। মাত্র ৩৪ বলে শতরান করেন কুশল। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫ বলে শতরান ছিল ভারতের রোহিত ও দক্ষিণ আফ্রিকার মিলারের দখলে। ২০১৭ সালে রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ও মিলার বাংলাদেশের বিরুদ্ধে নজির গড়েছিলেন। শেষ পর্যন্ত ৫০ বলে ১৩৭ রান করেন কুশল। ৮টি চার ও ১২টি ছক্কা মারেন তিনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে নজির গড়েন দীপেন্দ্র। প্রথম বল থেকেই চালিয়ে খেলেন তিনি। মাত্র ৯ বলেই ৫০ রান পূর্ণ করেন নেপালের ব্যাটার। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। ১০ বলের মধ্যে ৮টি বলে ছক্কা মারেন দীপেন্দ্র।

আরও পড়ুন
Advertisement