তিলক বর্মা। ছবি: এক্স (টুইটার)।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শুক্রবার রিটায়ার্ড আউট হয়েছেন তিলক বর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের এই সিদ্ধান্তে তৈরি হয়েছে বিতর্ক। আইপিএলে অবশ্য এমন ঘটনা এই প্রথম নয়। তিলকের আগে আরও তিন ক্রিকেটার রিটায়ার্ড আউট হয়েছেন। অর্থাৎ, কোনও ব্যাটার স্বেচ্ছায় বা দলের সিদ্ধান্তে নিজেকে আউট ঘোষণা করে মাঠ ছাড়েন।
মুম্বইয়ের ইনিংসের ১৮ ওভার ৫ বলের পর রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন তিলক। তখন তাঁর রান ছিল ২৩ বলে ২৫। পরিস্থিতির চাহিদা অনুযায়ী বড় শট নিতে পারছিলেন না তরুণ ব্যাটার। তাই তাঁকে রিটায়ার্ড আউট করিয়ে ব্যাট করতে পাঠানো হয় মিচেল স্যান্টনারকে। আইপিএলে এমন ঘটনা আগেও তিন বার ঘটেছে।
আইপিএলে প্রথম রিটায়ার্ড আউটের ঘটনা ঘটে ২০২২ মরসুমে। সে বার রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট করতে নেমে রবিচন্দ্রন অশ্বিন রিটায়ার্ড আউট হয়েছিলেন। সেই ম্যাচও ছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। দ্বিতীয় ঘটনাটি ২০২৩ সালের। পঞ্জাব কিংসের অথর্ব তাইডে রিটায়ার্ড আউট হয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তৃতীয় ঘটনাটিও সেই মরসুমে। গুজরাত টাইটান্সের সাই সুদর্শন রিটায়ার্ড আউট হন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। শুক্রবার এই তালিকায় চতুর্থ সংযোজন হলেন তিলক।