IPL 2025

ভিগ্নেশ ১০ মাসের ফসল! ম্যাচ হেরেও তরুণ সতীর্থের প্রশংসা করলেন সূর্য

আইপিএল তারকার জন্ম দেয়। ভিগ্নেশ যদিও নায়ক হতে পারেননি। হেরে যাওয়া দলের ভাল খেলোয়াড় হয়ে রয়ে গেলেন। তরুণ সতীর্থের প্রশংসা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২৩:৫০
Vignesh Puthur and Suryakumar Yadav

ভিগ্নেশ পুথুরের সঙ্গে সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে ভিগ্নেশ পুথুরকে নিয়ে। আইপিএল তারকার জন্ম দেয়। ভিগ্নেশ যদিও নায়ক হতে পারেননি। হেরে যাওয়া দলের ভাল খেলোয়াড় হয়ে রয়ে গেলেন। তরুণ সতীর্থের প্রশংসা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

Advertisement

চিপকে স্পিনারেরা সাহায্য পান। রবিবারও ব্যতিক্রম হয়নি। চেন্নাই দলের স্পিনারেরা যেমন মুম্বই ব্যাটারদের চাপে রেখেছিলেন, তেমনই চেন্নাই ব্যাটারদের উপর চাপ তৈরি করেন ভিগ্নেশ। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার সম্পর্কে সূর্য বলেন, “ভিগ্নেশ দুর্দান্ত। মুম্বই এমন ক্রিকেটারদের খুঁজে বার করতে দক্ষ। ১০ মাস ধরে স্কাউটেরা এই কাজটাই করে থাকেন। ভিগ্নেশ সেটারই ফল। আমি ভিগ্নেশের এক ওভার রেখে দিয়েছিলাম শেষ দিকে করানোর জন্য। কারণ মনে হয়েছিল ম্যাচটা শেষ ওভার পর্যন্ত যেতে পারে। তবে ভিগ্নেশকে ১৮তম ওভার দেওয়ার জন্য খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না।”

সূর্যের আক্ষেপ রইল দলের ব্যাটারদের নিয়ে। তিনি মনে করেন আর ১৫-২০ রান বেশি করতে পারলে মুম্বই ম্যাচটি জিততেও পারত। যদিও মুম্বই যে ভাবে খেলছিল, তাতে শেষবেলায় দীপক চহর রান করতে না পারলে আরও ১৫-২০ রান কম হতে পারত। সূর্য বলেন, “আমাদের ১৫-২০ রান কম হয়েছে। তবে ছেলেরা দুর্দান্ত লড়াই করেছে। এখানে তেমন শিশির ছিল না। তবে পিচে বল থমকে আসছিল। যদিও রুতুরাজ (গায়কোয়াড়) যে ভাবে ব্যাট করল, তাতে ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে যায়।”

রবিবার আইপিএলে মুখোমুখি হয় চেন্নাই এবং মুম্বই। প্রথমে ব্যাট করে মুম্বই ১৫৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই ৫ বল বাকি থাকলে ম্যাচ জিতে নেয়। হাতে ছিল ৪ উইকেট।

Advertisement
আরও পড়ুন