পৃথ্বী শ। —ফাইল চিত্র।
জাতীয় দলে দীর্ঘ দিন ব্রাত্য তিনি। আইপিএলের এ বারের নিলামেও কোনও দল তাঁকে কেনেনি। বার বার বিতর্কে জড়িয়েছেন। পুলিশে মামলা পর্যন্ত হয়েছে তাঁর বিরুদ্ধে। আইপিএলে জায়গা না পেয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় ব্যাটার। সমাজমাধ্যমে তাঁকে নিয়ে যে মশকরা হয় তাতে তিনি কতটা কষ্ট পান, সেই কথা জানিয়েছেন পন্থ।
একটি ভিডিয়ো বার্তায় মুখ খুলেছেন পন্থ। তিনি জানিয়েছেন, সমাজমাধ্যমে যাঁরা তাঁকে নিয়ে মশকরা করেন, তাঁদের কাউকেই তিনি চেনেন না। তাঁরাও কেউ তাঁকে অনুসরণ করে না। কিন্তু তার পরেও মশকরা চলতেই থাকে। তিনি বলেন, “ওরা আমার অনুসরণকারীদের তালিকায় নেই। কিন্তু তার পরেও আমাকে নিয়ে মশকরা করে। তার মানে ওরা আমার দিকে নজর রাখছি। আমি কী করছি সেই খবর রাখে।”
বেশির ভাগ মশকরা তিনি সহ্য করে নিলেও কখনও কখনও তাঁর কষ্ট হয়। কিন্তু কাউকে কিছু বলতে পারেন না পৃথ্বী। ভারতীয় ব্যাটার বলেন, “আমাকে নিয়ে মশকরা করলে বা মিম বানালে আমিও দেখি। কিছু কিছু বিষয় খুব নিম্নরুচির হয়। আমারও তো কষ্ট হয়। ভাবি আমি কী ভুল করেছি? কেন আমাকে নিয়ে এত মশকরা হচ্ছে? কিন্তু আমি কাউকে বলতে পারি না। রাস্তায় কেউ আমাকে দেখলেই ভাবে আমি অনুশীলন না করে এখানে কী করছি। তারা জানেই না আমি সারা দিনে কী করি। সব কিছু ভেবে নেয়।”
কয়েক দিন আগে পৃথ্বীর একটি নাচের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। অনেকে মন্তব্য করেছিলেন, এই সব না করে অনুশীলন করলে তিনি জাতীয় দলে জায়গা পেতেন। সেই ভিডিয়ো নিয়েও মুখ খুলেছেন পৃথ্বী। ভারতীয় ব্যাটার বলেন, “আমার জন্মদিন ছিল। তাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। তাতেও সকলের সমস্যা। আমি শুধু ভাবি, কী এমন ভুল আমি করলাম।”
জাতীয় দল থেকে বাদ পড়ার পরে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছিল পৃথ্বীর বিরুদ্ধে। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। ব্যাটে রানও ছিল না। গত বার আইপিএল দিল্লির হয়ে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। তার মাঝে এক অভিনেত্রী পৃথ্বীর বিরুদ্ধে থানায় হেনস্থার অভিযোগ করেছিলেন। সেই ঘটনা নিয়েও কম বিতর্ক হয়নি। অবশেষে মুখ খুললেন পৃথ্বী।