Mumbai Indians

১৩২ কোটি টাকায় লন্ডনের লিগে দল কিনলেন অম্বানী, ষষ্ঠ দল মুম্বই ইন্ডিয়ান্সের

বিশ্বের টি-টোয়েন্টি লিগে আরও একটি দল কিনলেন মুকেশ অম্বানী। ১৩২ কোটি টাকায় লন্ডনের লিগে দল কিনেছেন তিনি। দ্বিগুণ দাম দিয়েছেন অম্বানী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৭:০৬
cricket

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর নীতা অম্বানী। —ফাইল চিত্র।

আগেই পাঁচটি দল ছিল। এ বার বিশ্বের টি-টোয়েন্টি লিগে আরও একটি দল কিনলেন মুকেশ অম্বানী। ১৩২ কোটি টাকায় লন্ডনের লিগে দল কিনেছেন তিনি। দ্বিগুণ দাম দিয়েছেন অম্বানী। তবে এই দলের নাম মুম্বই ইন্ডিয়ান্সের নামে নেই। কারণ, দলের ৪৯ শতাংশ মালিকানা কিনেছে অম্বানীর রিলায়্যান্স গোষ্ঠী।

Advertisement

লন্ডনের ‘হান্ড্রেড’ লিগে দল কিনেছেন অম্বানী। ইংল্যান্ডে এটিই একমাত্র ফ্র্যাঞ্চাইজ়ি প্রতিযোগিতা। সেখানে লন্ডনের দল ‘ওভাল ইনভিন্সিবল’-এর ৪৯ শতাংশ মালিকানা কিনেছেন অম্বানী। তার জন্য ১৩২ কোটি টাকা খরচ করতে হয়েছে। বাকি ৫১ শতাংশ মালিকানা রয়েছে ‘সারে কাউন্টি’র হাতে। জানা গিয়েছে, দলটির ৪৯ শতাংশ মালিকানার ন্যূনতম দাম ৬০ কোটি টাকা। কিন্তু রিলায়্যান্স ছাড়াও সিভিসি গোষ্ঠী, গুগল, মাইক্রোসফ্ট ও অ্যাডোবের মালিকও দল কিনতে আগ্রহী ছিল। তাদের সঙ্গে লড়াই করে দল কিনতে হয়েছে রিলায়্যান্স গোষ্ঠীকে। ফলে দ্বিগুণ টাকা খরচ হয়েছে তাদের।

‘হান্ড্রেড’ লিগে প্রথম দল হিসাবে মালিকানা বিক্রি করেছে ওভাল ইনভিন্সিবল। এই প্রতিযোগিতায় লন্ডনের দু’টি দল রয়েছে। দক্ষিণ লন্ডনের দল ‘ওভাল’। তাদের ঘরের মাঠও ওভাল ক্রিকেট গ্রাউন্ড। উত্তর লন্ডনের দল ‘লন্ডন স্পিরিট’। তাদের মালিক মিডলসেক্স কাউন্টি।

‘হান্ড্রেড’ লিগে খেলা আটটি দলই বিক্রি হবে। তবে পুরোপুরি নয়। পুরনো মালিকদের কাছে ক্লাবের ৫১ শতাংশ মালিকানা থাকবে। বাকি ৪৯ শতাংশ মালিকানা বিক্রি হবে। ফলে দলের নাম পরিবর্তন হবে না। এর পরে ‘বার্মিংহ্যাম ফিনিক্স’, ‘লন্ডন স্পিরিট’ ও ‘ওয়েলস ফায়ার’ বিক্রি হবে। মালিকানা কিনতে আগ্রহী বাংলার শিল্পপতি সঞ্জীব গোয়েন্‌কা। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মালিক তিনি।

এই দল কেনার পরে বিশ্বের টি-টোয়েন্টি লিগে মোট ছ’টি দল হল রিলায়্যান্স গোষ্ঠীর। ভারতে মুম্বই ইন্ডিয়ান্সের পুরুষ ও মহিলাদের দল ছাড়া দক্ষিণ আফ্রিকার লিগে এমআই কেপ টাউন, দুবাইয়ের লিগে এমআই এমিরেটস ও আমেরিকার লিগে এমআই নিউইয়র্কেরও মালিক তারা।

Advertisement
আরও পড়ুন