Mitchell Marsh

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, চোটের জন্য বাদ নেতৃত্বের দৌড়ে থাকা মার্শ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটের কারণে বাদ পড়েছেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স খেলতে না পারলে তাঁকে বিকল্প অধিনায়ক হিসাবে ধরা হচ্ছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৫:৫৭
cricket

মিচেল মার্শ। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের খেলা নিয়ে সংশয় রয়েছে। তাঁর গোড়ালিতে চোট রয়েছে। পাশাপাশি ওই সময়েই দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা তাঁর। যদি কামিন্স শেষ পর্যন্ত খেলতে না পারেন তা হলে অধিনায়ক হিসাবে ধরা হয়েছিল মিচেল মার্শকে। সেই মার্শই এ বার চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন। ফলে ধাক্কা খেল অস্ট্রেলিয়া।

Advertisement

ভারতের বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতে প্রথম চারটি টেস্ট খেলার পরে সিডনি টেস্ট থেকে বাদ পড়েন মার্শ। চলতি মাসে বিগ ব্যাশ লিগে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। তাঁর চোট এখনও সারেনি। ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতিতে জানিয়েছে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন মার্শ। তাঁর পিঠের নীচের দিকে চোট লেগেছে। এই চোট সারতে বেশ কিছু দিন সময় লাগবে। তাই নির্বাচক কমিটি তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

মার্শ অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। তাই তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। আপাতত তাঁর চোট খতিয়ে দেখে তাঁকে সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা। সুস্থ হয়ে ওঠার পরে আবার অনুশীলন শুরু করবেন তিনি। মার্শ না খেলায় তাঁর বিকল্প হিসাবে কারও নাম ঘোষণা করতে হবে অস্ট্রেলিয়াকে।

আপাতত কামিন্সকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। তার আগে যদি কামিন্স খেলার মতো জায়গায় না থাকেন তা হলে তাঁরও বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করতে হবে। সে ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। আপাতত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ।

Advertisement
আরও পড়ুন