BGT 2024-25

মাঠে বিবাদ, জরিমানা দিতে হল সিরাজকে, তুলনায় কম শাস্তি অস্ট্রেলিয়ার হেডের

গোলাপি বলের টেস্টে বিবাদে জড়ান সিরাজ এবং হেড। দুই ক্রিকেটারকেই সমান দোষী সাব্যস্ত করে আইসিসি। দু’জনকেই শাস্তি দেওয়া হল। তুলনায় কঠোর শাস্তি পেলেন সিরাজ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৪২
picture of cricket

(বাঁ দিক থেকে) মহম্মদ সিরাজ এবং ট্রেভিস হেডের বিবাদের সেই মুহূর্ত। —ফাইল চিত্র।

মাঠে বিবাদে জড়িয়ে শাস্তি পেলেন ভারতের মহম্মদ সিরাজ এবং অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হয়েছে দুই ক্রিকেটারের বিরুদ্ধেই। তুলনায় বেশি শাস্তি পেয়েছেন ভারতের জোরে বোলার।

Advertisement

অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন হেডকে আউট করেন সিরাজ। তার পর উত্তেজিত অঙ্গভঙ্গি করেন তিনি। সিরাজের এই ব্যবহার পছন্দ হয়নি হেডের। তিনি সাজঘরে ফেরার সময় পাল্টা জবাব দেন। সেই ঘটনার রিপোর্ট ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছে জমা দেন আম্পায়ারেরা। তা যায় আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। কমিটি দুই ক্রিকেটারকেই দোষী সাব্যস্ত করে। সেই অনুযায়ী, সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। তাঁকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। হেডের জরিমানা না হলেও ডিমেরিট পয়েন্ট এড়াতে পারেননি। তাঁকেও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে দুই ক্রিকেটারকে।

সিরাজের বিরুদ্ধে আইসিসির আদর্শ আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্য দিকে, হেডের শাস্তি তুলনায় লঘু। তিনি ২.১৩ ধারা লঙ্ঘনে অভিযুক্ত হয়েছেন। গত ২৪ মাসে দু’জনের বিরুদ্ধেই এমন কোনও অভিযোগ না থাকায় কাউকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়নি। তবে আগামী ২৪ মাস সিরাজ এবং হেড দু’জনেই থাকবেন আইসিসির নজরদারিতে।

Advertisement
আরও পড়ুন