WTC 2023-25

২৪ ঘণ্টার মধ্যে শীর্ষচ্যুত অস্ট্রেলিয়া, টেস্ট বিশ্বকাপ ফাইনালের দৌড়ে কারা এগোল? কোথায় ভারত

বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টের আগে আরও চাপ বাড়ল ভারতীয় শিবিরে। টেস্ট বিশ্বকাপ ফাইনালের দৌড়ে আরও খানিকটা পিছিয়ে পড়লেন রোহিত শর্মারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮
picture of Rohit Sharma and Virat Kohli

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।

দিন-রাতের টেস্টে ভারতকে হারিয়ে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ২৪ ঘণ্টার মধ্যে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যেতে হল প্যাট কামিন্সদের। শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে ১০৯ রানে হারিয়ে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতের চাপ আরও বৃদ্ধি পেল।

Advertisement

টেস্ট সিরিজ়ে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়ে টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলার দৌড়ে এগিয়ে গেলেন টেম্বা বাভুমারা। ১০টি টেস্ট খেলে তাদের জয় ছ’টি ম্যাচে। একটি ড্র। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৭৬। শতাংশের হিসাবে ৬৩.৩৩। এই হিসাবের নিরিখে সেরা দুই দল ফাইনাল খেলার সুযোগ পায়। দক্ষিণ আফ্রিকার এই সাফল্যে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যেতে হল অস্ট্রেলিয়াকে। কামিন্সেরা ১৪টি টেস্ট খেলে ন’টিতে জয় পেয়েছে, একটি ড্র করেছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৬৮ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১০২। শতাংশের হিসাবে ৬০.৭১। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ১৬টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং হার দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১০। শতাংশের হিসাবে ৫৭.২৯। তবে রোহিত শর্মাদের সঙ্গে বাভুমাদের পয়েন্ট শতাংশের ব্যবধান বৃদ্ধি পেল। যা ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে আরও চাপে ফেলতে পারে ভারতীয় শিবিরকে।

এর পর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দু’টি টেস্ট রয়েছে দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানকে সেই সিরিজ়ে ১-০ ব্যবধানে হারাতে পারলেই টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে তাদের। ২-০ ব্যবধানে জিততে পারলে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান বজায় রেখে ফাইনাল খেলবে প্রোটিয়ারা।

চাপ বৃদ্ধি পেলেও ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি ভারতের। রোহিতদের বাকি রয়েছে তিনটি টেস্ট। সব ম্যাচই খেলতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে। বর্ডার-গাওস্কর ট্রফি ৪-১ ব্যবধানে জিততে পারলে রোহিতেরা সরাসরি পৌঁছে যাবেন ফাইনালে। সে ক্ষেত্রে রোহিতদের পয়েন্ট হবে ১৪৬। পয়েন্ট শতাংশ হবে ৬৪.০৫। কামিন্সেরা পয়েন্ট শতাংশে ভারতকে টপকাতে পারবেন না।

ভারত ৩-১ ব্যবধানে সিরিজ় জিতলে রোহিতদের পয়েন্ট হবে ১৩৮। পয়েন্ট শতাংশ হবে ৬০.৫২। তা হলেও ফাইনাল খেলবে ভারত। কারণ শ্রীলঙ্কা সফরে গিয়ে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জিতলেও তাদের পয়েন্ট শতাংশ হবে ৫৭।

বর্ডার-গাওস্কর ট্রফির ফলাফল ২-২ হলে সমস্যায় পড়তে হবে ভারতকে। তা হলে ১২৬ পয়েন্ট এবং ৫৭.০১ পয়েন্ট শতাংশে শেষ করবে ভারত। তা হলে আবার অস্ট্রেলিয়া পয়েন্ট শতাংশে টপকে যাবে ভারতকে। রোহিতদের তাকিয়ে থাকতে হবে অন্য সিরিজ়গুলির দিকে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে দু’টি টেস্টই ড্র করতে বা হারতে হবে পাকিস্তানের বিরুদ্ধে অথবা শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে জিততে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারত আরও দু’টি টেস্ট হারলে কোনও আশা থাকবে না।

টানা দু’টি টেস্ট হারলেও পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান বজায় রেখেছে শ্রীলঙ্কা। তারা ১১টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৬০। শতাংশের হিসাবে ৪৫.৪৫। তার পর পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসেরা ২১টি টেস্ট খেলে ১১টি জিতেছেন, একটি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ২৫২ পয়েন্টের মধ্যে তাঁদের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৪৫.২৪। পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে কিউয়িরা টম লাথামের দল ১৩টি টেস্ট খেলে জয় পেয়েছে ছ’টিতে। সম্ভাব্য সর্বোচ্চ ১৫৬ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৬৯। শতাংশের হিসাবে ৪৪.২৩।

তালিকায় সপ্তম স্থানে পাকিস্তান। তারা ১০টি ম্যাচ খেলে চারটি জিতেছে। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে পাকিস্তানের সংগ্রহ ৪০। শতাংশের হিসাবে ৩৩.৩৩। পয়েন্ট তালিকায় শেষ দু’টি স্থানে রয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ়। অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। তারা ১২টি টেস্ট খেলে জয় পেয়েছে চারটি ম্যাচে। সম্ভাব্য সর্বোচ্চ ১৪৪ পয়েন্টের মধ্যে বাংলাদেশের সংগ্রহ ৪৫। শতাংশের হিসাবে ৩১.২৫। আর ক্যারিবিয়ানেরা ১১টি টেস্ট খেলে দু’টি জিতেছেন এবং দু’টি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের সংগ্রহ ৩২। শতাংশের হিসাবে ২৪.২৪।

Advertisement
আরও পড়ুন