Mohammed Shami

‘আমার সাফল্য অনেকের গায়ের জ্বালা, তাতে কিছু যায়-আসে না’, অভিমান, ক্ষোভ কমছে না শামির

তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন শামি। বাংলার জোরে বোলার বলেছেন, যেখানে যেখানে যেতে হবে যাবেন। কারণ পালিয়ে যাওয়ার মতো কোনও কাজ তিনি করেননি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৩ ১১:০৮
picture of Mohammed Shami

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

বিশ্বকাপের পর থেকে নতুন করে আলোচনায় উঠে এসেছেন মহম্মদ শামি। বাংলার জোরে বোলারকে নিয়ে ক্রিকেট বিশ্বের আগ্রহ তুঙ্গে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্রিকেটজীবন, পারিবারিক জীবনের নানা কথা বলেছেন তিনি। সেখানেই উঠে এসেছে মানসিক ভাবে বিধ্বস্ত থাকার দিনগুলির কথাও। বলেছেন, তাঁর সাফল্য অনেকের গায়ের জ্বালা হলেও তাঁর কিছু যায়-আসে না।

Advertisement

জীবনে একাধিক বার কঠিন সময় পার করেছেন শামি। কখনও ক্রিকেটের জন্য, আবার কখনও ব্যক্তিগত জীবনে। সে সব নিয়েই প্রশ্ন করা হয়েছিল। শামি বলেছেন, ‘‘আমার জীবনে কোনও কিছুই সহজে হয় না। যে কোনও কিছুতেই সমস্যা হয়। যেমন আমাদের ছা-পোষা পরিবারেও অনেক কঠিন সময় এসেছে। উদ্বেগপূর্ণ সময় কাটাতে হয়েছে আমাদের।’’ আরও বলেছেন, ‘‘কেউ মিথ্যা বললে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি বিশ্বাস করি, এক দিন সত্য ঠিক সামনে আসবে। আমাকে যেখানে ডাকা হবে, সেখানেই যাব। কোনও সমস্যা নেই। সব কিছু শেষ পর্যন্ত দেখতে চাই আমি।’’

শামি অবশ্য প্রথমে নির্দিষ্ট করে বলেননি, কোন প্রসঙ্গে তাঁর এমন মন্তব্য। বৈবাহিক জীবন নিয়ে এই মন্তব্য কি না, প্রশ্ন করা হলে শামি প্রতিবাদ করেননি। এর পর তিনি বলেছেন, ‘‘একটা সময় চার থেকে ছ’দিন ভীষণ মানসিক অবসাদের মধ্যে কাটিয়েছি। তখন শুধু আমার পরিবার পাশে ছিল। মনে হয়েছিল, সব কিছু আবার প্রথম থেকে শুরু করা উচিত। দেখুন জীবনে ওঠা-পড়া থাকেই। সব কিছু সবাইকে বোঝানো যায় না। কিছু বিষয় গুছিয়ে নেওয়ার সময়ই আবার বিপরীত কিছু ঘটে যায়। আমি পালিয়ে যাওয়ার মতো কোনও কাজ করিনি। কাউকে তো খুন করিনি। কারও সঙ্গে খারাপ কিছুও করিনি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। তাই আমি কেন চুপ করে থাকব?’’

‘বিচ্ছিন্না’ স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্ক তলানিতে যাওয়া নিয়ে শামি বলেছেন, ‘‘সে সময় আমার একটা দুর্ঘটনা ঘটেছিল। কঠিন সময় ছিল সেটা। তা-ও আমি কোথাও পালিয়ে যাইনি। শুধু বাড়ির লোকজন পাশে ছিল। লোকে যা খুশি বলতে পারে। সে জন্য আমি কেন নিজের সব কিছু বন্ধ করে দেব! আসলে এখন কেউ একটু সাফল্য পেলে, অনেকে তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে। এই রকম লোকের সংখ্যাই বেশি। পাশে থাকে কম মানুষ। অধিকাংশ লোকের গায়ে জ্বালা ধরে অন্যের সাফল্য দেখলে। তবে যারই গা-ই জ্বলুক আমার উপর কোনও প্রভাব ফেলে না। কেউ কিছু বললেও আমার যায়-আসে না।’’

শামি সরাসরি এক বারও হাসিনের নাম নেননি। তবে ক্রিকেটপ্রেমীদের অনেকে মনে করছেন, ‘বিচ্ছিন্না’ স্ত্রীর প্রতিই রাগ, অভিমান, বিরক্তি প্রকাশ করেছেন দেশের অন্যতম সেরা জোরে বোলার।

আরও পড়ুন
Advertisement