Pakistan Super League

পাকিস্তানে খেলতে আপত্তি একের পর এক বিদেশি ক্রিকেটারের, শুরু হওয়ার আগেই সমস্যায় লিগ

প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই সমস্যায় পাকিস্তান সুপার লিগ। বেশ কয়েক জন বিদেশি ক্রিকেটার সেই লিগে খেলতে আপত্তি করেছেন। শেষ মুহূর্তে নাম তুলে নিয়েছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৬
cricket

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

১৭ ফেব্রুয়ারি থেকে শুরু পাকিস্তান সুপার লিগ। প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই সমস্যা শুরু হয়েছে। বেশ কয়েক জন বিদেশি ক্রিকেটার সেই লিগে খেলতে আপত্তি করেছেন। শেষ মুহূর্তে নাম তুলে নিয়েছেন তাঁরা। কেউ অন্য দেশের লিগকে প্রাধান্য দিয়েছেন। আবার কাউকে খেলার অনুমতি দেয়নি সে দেশের ক্রিকেট বোর্ড।

Advertisement

মুলতান সুলতানের হয়ে খেলার কথা ছিল রিচি টপলের। কিন্তু তাঁকে খেলার অনুমতি দেয়নি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। চলতি বছর জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় টপলেকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না তারা। সেই কারণেই এই সিদ্ধান্ত। যদিও দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ডারবান সুপার জায়ান্টসের হয়ে ১২টি ম্যাচেই খেলেছেন টপলে। রানার্স হয়েছেন তাঁরা। তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

এ ছাড়া পেশোয়ার জ়ালমির হয়ে খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডির। কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসে ছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। তাঁরাও খেলবেন না। ওয়েস্ট ইন্ডিজ়ের শাই হোপ, ম্যাথু ফোর্ডে, আকিল হোসেন, দক্ষিণ আফ্রিকার তাবরিজ় শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, ইংল্যান্ডের জেমস ভিন্স, আফগানিস্তানের নুর আহমেদ, নবীন উল হকের মতো ক্রিকেটারেরাও জানিয়ে দিয়েছেন, এ বারের মরসুমে খেলবেন তাঁরা।

পাকিস্তান সুপার লিগের একটি দলের মালিক দায় চাপিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর। তিনি জানিয়েছেন, সবে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ শেষ হয়েছে। আবু ধাবি টি১০ লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখনও চলছে। সামনেই আইপিএল। এই পরিস্থিতিতে পাকিস্তানের তুলনায় অন্য দেশের লিগকে ক্রিকেটারেরা বেশি গুরুত্ব দিচ্ছে। বিদেশি ক্রিকেটার না পেলে লিগের দর্শক কমবে। অন্য কোনও সময়ে পাকিস্তান সুপার লিগ করার আবেদন করেছেন তাঁরা। কিন্তু এখনও এই বিষয়ে ক্রিকেট বোর্ড কিছু বলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement