ভাল খেলছেন মাহমুদুল। ছবি টুইটার
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভাল জায়গায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৭৫ তুলেছে তারা। পিছিয়ে ১৫৩ রানে। হাতে ৮ উইকেট থাকায় প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার সুযোগও রয়েছে মোমিনুল হকের দলের সামনে।
নিউজিল্যান্ড সিরিজে নেই শাকিব আল হাসান। তা সত্ত্বেও টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনারের মতো দুরন্ত জোরে বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়লেন বাংলাদেশের ব্যাটাররা। নজর কেড়ে নিলেন মাহমুদুল হাসান জয়। ৭০ রানে ব্যাটিং করছেন তিনি। ভাল খেলেছেন নাজমুল হোসেন শান্তও। ১০৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি।
50 for Joy. The @BCBtigers batting well at Bay Oval. Follow play LIVE with @sparknzsport. #NZvBAN pic.twitter.com/yc2ZglCqqF
— BLACKCAPS (@BLACKCAPS) January 2, 2022
তার আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩২৮ রানে। শেষের দিকে ব্যাটাররা কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। একমাত্র লড়াই করেন হেনরি নিকোলস (৭৫)। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং মেহদি হাসান।
জবাবে শাদমান ইসলামকে (২২) ৪৩ রানের মাথায় হারালেও দ্বিতীয় উইকেটে লম্বা জুটি গড়েন মাহমুদুল এবং নাজমুল। দু’জনে মিলে ১০৪ রান যোগ করেন। এর আগে একটিই টেস্টে খেলেছেন মাহমুদুল। সেখানে দু’ইনিংস মিলিয়ে ৬ রানের বেশি করতে পারেননি। কিন্তু কিউয়ি বোলারদের রবিবার ভাল ভাবেই সামলে দিলেন তিনি।