Virat Kohli

Virat Kohli: জোহানেসবার্গে একাধিক নজিরের সামনে কোহলী, রয়েছে দ্রাবিড়কে টপকানোর সুযোগ

সোমবার থেকে জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। প্রথম টেস্টে জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০ এগিয়ে রয়েছে তারা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১১:৪১
নজিরের সামনে কোহলী।

নজিরের সামনে কোহলী। ফাইল ছবি

সোমবার থেকে জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। প্রথম টেস্টে জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০ এগিয়ে রয়েছে তারা। দ্বিতীয় টেস্টে বিরাট কোহলীর সামনে রয়েছে একাধিক নজির গড়ার সুযোগ রয়েছে।

ব্যাট হাতে সাম্প্রতিককালে খুব একটা ভাল ছন্দে নেই কোহলী। তবে সেখানেও নজির গড়তে পারেন তিনি। জোহানেসবার্গে বিদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান করার সুযোগ রয়েছে তাঁর সামনে। নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটার জন রিড ২ ম্যাচে ৩১৬ রান করে সব থেকে উপরে রয়েছেন। সমসংখ্যক টেস্ট ম্যাচে মাত্র ৬ রান কম রয়েছে কোহলীর। অর্থাৎ ওয়ান্ডারার্সে মাত্র ৭ রান করলেই রিডকে টপকাতে পারবেন তিনি।

Advertisement

ভারতীয় ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ রানের নিরিখে রাহুল দ্রাবিড়কে টপকানোর সুযোগ রয়েছে কোহলীর সামনে। রামধনুর দেশে ১১ ম্যাচে ৬২৪ রান করেছিলেন দ্রাবিড়। কোহলী ৬ ম্যাচে এখনও পর্যন্ত ৬১১ রান করেছেন। অর্থাৎ আর ১৪ রান করলেই দ্রাবিড়কে টপকাতে পারবেন তিনি। তবে সচিন তেন্ডুলকর অনেকটাই এগিয়ে রয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকায় ১৫ ম্যাচে ১১৬১ রান করেছেন।

অধিনায়ক হিসেবে কোহলীর সুযোগ রয়েছে স্টিভ ওয়কে ছোঁয়ার। টেস্টে ৪১টি ম্যাচে জিতেছেন স্টিভ। কোহলী ৬৭টি ম্যাচে ৪০টিতে জয় পেয়েছেন। জোহানেসবার্গে জিতলে সব থেকে সফল টেস্ট অধিনায়কদের তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে উঠে আসবেন তিনি।

Advertisement
আরও পড়ুন