IPL 2024

রোহিতকে নেতৃত্ব থেকে সরাতে জোড়া বৈঠক! বিতর্ক সামলাতে সচিনকে টেনে আনল মুম্বই ম্যানেজমেন্ট

রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে সরানোর পরে বিতর্ক বেড়েই চলেছে। সেই বিতর্ক সামলাতে এ বার সচিন তেন্ডুলকরকে টেনে আনল মুম্বই ম্যানেজমেন্ট। কী বলল তারা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৬:১১
cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র

রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করার পর থেকে বিতর্ক থামার নাম নেই। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে সচিন তেন্ডুলকরের উদাহরণ টেনে এনেছেন দলের ‘গ্লোবাল হেড অফ ক্রিকেট’ মাহেলা জয়বর্ধনে।

Advertisement

রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার ঘোষণা করেছিলেন জয়বর্ধনে। তিনি জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পরে রোহিতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছি়ল। সেটা মোটেও সহজ ছিল না। জয়বর্ধনে বলেন, ‘‘রোহিতকে সরানোর সিদ্ধান্ত খুব কঠিন ছিল। কারণ, এই সিদ্ধান্তের সঙ্গে আবেগ জড়িয়ে ছিল। সমর্থকেরাও অবাক হয়েছিলেন। কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতেই হত। হঠাৎ করে তা নেওয়া হয়নি। ম্যানেজমেন্ট দু’বার আলোচনায় বসেছিল। তার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম।’’

নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়ার বিষয়ে সচিনের উদাহরণ টেনেছেন জয়বর্ধনে। তিনি বলেন, ‘‘সচিনও তরুণদের সঙ্গে খেলেছে। ও অন্যদের হাতে নেতৃত্ব ছেড়ে দিয়েছিল যাতে দলকে সঠিক পথে নিয়ে যেতে পারে। এটাও একই ব্যাপার। সবাই মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। এতে দলেরই ভাল হবে।’’

জয়বর্ধনে মনে করেন, আগামী দিনেও রোহিতের অভিজ্ঞতা দলকে অনেক সাহায্য করবে। তিনি বলেন, ‘‘রোহিত দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওর জায়গা একই আছে। দলের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার। নতুনরা ওকে দেখেই শিখবে। মুম্বইয়ের আদর্শকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রোহিতের নেতৃত্ব খুব প্রয়োজন।’’

হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন জয়বর্ধনে। তাঁর কথায়, ‘‘দীর্ঘ দিন মুম্বইয়ে খেলেছেন হার্দিক। আইপিএল ও জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ওর। সেই অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে চাইছি। আমরা নিশ্চিত ও মুম্বইকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে।’’

Advertisement
আরও পড়ুন