Arshdeep Singh

চহলের নজির ভেঙে কান ধরে ‘ক্ষমা’ চেয়ে নিলেন অর্শদীপ, পাল্টা উত্তর দিলেন যুজবেন্দ্রও

ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট ছিল তাঁরই। সেই যুজবেন্দ্র চহলের রেকর্ড ভেঙে দিয়েছেন অর্শদীপ সিংহ। ম্যাচের পর কান ধরে চহলের কাছে ‘ক্ষমা’ চেয়ে নিয়েছেন অর্শদীপ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৬:৪৭
cricket

অর্শদীপ সিংহ। ছবি: সমাজমাধ্যম।

ভারতের টি-টোয়েন্টি দল থেকে এখন তিনি অনেকটাই দূরে। তবু দেশের হয়ে এই ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট ছিল তাঁরই। সেই যুজবেন্দ্র চহলের রেকর্ড ভেঙে দিয়েছেন অর্শদীপ সিংহ। বুধবার ইডেন গার্ডেন্সে দু’টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। ম্যাচের পর কান ধরে চহলের কাছে ‘ক্ষমা’ চেয়ে নিয়েছেন অর্শদীপ।

Advertisement

ইডেনে ভারত জেতার পর ম্যাচের সেরা ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং অর্শদীপের একটি ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই। তাঁকে চহলের নজির ভাঙার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অর্শদীপ ক্ষমা চাওয়ার ভঙ্গিতে ‘যুজ়ি ভাই’ বলে কান ধরেন। পুরোটাই করা মজার ছলে। সেটা বুঝতে পেরেছেন চহলও। তিনি অবশ্য নাটকীয় কোনও প্রতিক্রিয়া দেননি। সমাজমাধ্যমে ‘শুভেচ্ছা অর্শদীপ পাজি’ লিখেছেন।

ম্যাচের তৃতীয় বলেই ফিল সল্টকে ফেরান অর্শদীপ। এর পর আউট করেন বেন ডাকেটকে। সেই সম্পর্কে বলেছেন, “দারুণ লাগছে। কঠোর পরিশ্রম কাজে লেগেছে দেখে ভাল লাগছে। দেশের হয়ে আরও বেশি উইকেট নেওয়ার চেষ্টা করব।”

তবে নিজের থেকে বেশি বরুণকে নিয়ে কথা বলেছেন অর্শদীপ। টি-টোয়েন্টিতে মাঝের দিকের ওভারে যে ভাবে উইকেট নেন বরুণ তার প্রশংসা করেছেন পঞ্জাবের জোরে বোলার। অর্শদীপের কথায়, “ইদানীং বরুণ দারুণ বল করছে। মাঝের দিকে উইকেট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাটারদের সেই সময় আউট করা না গেলে পরের দিকে ওরা আগ্রাসী খেলবে। তখন ডেথ ওভারে বল করতে সমস্যা হবে। এর আগেও মাঝের দিকের ওভারে প্রচুর উইকেট নিয়েছে বরুণ। তাই শেষের দিকে অনেক খোলা মনে বল করতে পেরেছি আমরা।”

Advertisement
আরও পড়ুন