India vs Australia World Cup 2023 Final

বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে যে ভাবে হারল ভারত

টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে ভারত। অস্ট্রেলিয়া প্রথম দু'টি ম্যাচে হারলেও পরের আটটি ম্যাচই জিতে নেয়। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ২১:২৩
লড়ছেন লাবুশেন এবং হেড।

লড়ছেন লাবুশেন এবং হেড। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ২১:২৩ key status

হারল ভারত

শেষ দিকে হেড আউট হয়ে গেলেও লাভ হল না। ৬ উইকেটে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ২০:৪২ key status

শতরান হেডের

ভারতকে একাই শেষ করে দিচ্ছেন ট্রেভিস হেড। শতরান করলেন। দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জয়ের দিকে।

Advertisement
timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ২০:১৯

দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া

লাবুশেন এবং হেড মিলে শতরানের জুটি গড়ে ফেলেছেন। তাঁদের দাপটে ভারতের জয়ের আশা ক্রমশ কমছে। ভারতীয় বোলারেরা প্রতি ওভারে বাউন্ডারি দিচ্ছেন।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৯:৫৬ key status

অর্ধশতরান হেডের

অর্ধশতরান করে ফেললেন হেড। অস্ট্রেলিয়ার ওপেনার এ বারের বিশ্বকাপে প্রথম দিকে খেলতে পারেননি চোটের কারণে। দলে ফিরেই শতরান করেছিলেন। ফাইনালেও গুরুত্বপূর্ণ অর্ধশতরান করলেন হেড।

Advertisement
timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৯:৫১

২০ ওভার শেষে

১০৪ রান তুলে ফেলল অস্ট্রেলিয়া। তিন উইকেট হারালেও লড়ছে তারা।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৯:১৩

১০ ওভার শেষে

ভারত ১০ ওভারে ৮০ রান তুলেছিল। অস্ট্রেলিয়া তুলল ৬০ রান। তিনটি উইকেট হারিয়েছে তারা।

Advertisement
timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৯:০২ key status

আউট স্মিথ

তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ এলবিডব্লিউ হলেন তিনি। রিভিউ নিলে বেঁচে যেতেন। কিন্তু স্মিথ রিভিউ নেননি।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৮:৪৮ key status

আউট মার্শ

বুমরার বলে আউট মার্শ। ১৫ বলে ১৫ রান করে আউট হলেন তিনি।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৮:৩৫ key status

আউট ওয়ার্নার

শামি এসেই উইকেট তুলে নিলেন। তাঁর বলে ওয়ার্নার ক্যাচ দিলেন স্লিপে দাঁড়ানো বিরাটের হাতে।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৮:৩৪

প্রথম ওভারেই তিনটি চার

অস্ট্রেলিয়ার দুই ওপেনারই চার মারলেন প্রথম ওভারে। ১৫ রান তুলে ফেললেন তাঁরা। 

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:৫৬ key status

ভারত তুলল ২৪০ রান

ভারত তুলল ২৪০ রান। ভারতের হয়ে দ্রুত রান তুলছিলেন রোহিত শর্মা। কিন্তু তিনি আউট হতেই ভারতীয় ব্যাটিংয়ের রানের গতি কমে যায়। বিরাট, রাহুলেরা রান করলেও প্রচুর বল খেললেন তাঁরা। সূর্যকুমার শেষ বেলায় বড় শট খেলতে পারেননি। ২৪০ রানেই আটকে গেল ভারত। বোলারদের উপর দায়িত্ব ভারতকে জেতানো।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:৪২ key status

আউট সূর্যকুমার

২৮ বলে ১৮ রান করে আউট সূর্যকুমার। এ বারের বিশ্বকাপে সে ভাবে ফর্মে পাওয়া যায়নি তাঁকে। ফাইনালে খেলতে পারলেন না। তিনি বড় রান না করায় ভারতের রানও আটকে গেল।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:২৮ key status

আউট বুমরা

এ বার ফিরলেন বুমরা। অস্ট্রেলিয়ার জাম্পার বলে আউট তিনি।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:২২ key status

আউট শামি

একের পর এক উইকেট হারাচ্ছে ভারত। শামি আউট হলেন ৬ রান করে।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:১৩ key status

আউট রাহুল

৬৬ রান করে আউট হয়ে গেলেন রাহুল। ফাইনালে বড় রান তোলার ক্ষেত্রে ভরসা ছিলেন তিনি। কিন্তু স্টার্কের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন রাহুল।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:০৭ key status

৪১ ওভার শেষে

২০০ রান তুলল ভারত।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:০৪ key status

৪০ ওভার শেষে

১৯৭ রান তুলল ভারত। ক্রিজ়ে রাহুল এবং সূর্যকুমার।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:০৩

৭৬ বল পর বাউন্ডারি

রোহিত আউট হওয়ার পর থেকে মাত্র দু'টি চার হয়েছে। ২৬.২ ওভারের পর ৩৯ ওভারের শেষ বলে চার হল। মাঝের ৭৬ বলে কোনও বাউন্ডারি হয়নি। সূর্যকুমার বাউন্ডারি মারলেন। আগেরটি মেরেছিলেন রাহুল।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৬:৪৩ key status

আউট জাডেজা

আউট হয়ে গেলেন জাডেজা। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন তিনি। ২২ বলে ৯ রান করেছেন তিনি। পঞ্চম উইকেট হারিয়ে চাপে ভারত।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৬:৩৫ key status

রাহুলের ৫০

বিরাটের পর অর্ধশতরান করলেন রাহুল। ৫৪ রান করে বিরাট আউট হয়ে গিয়েছিলেন। সেখান থেকে দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রাহুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন