India vs South Africa

দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ ১৪১ রানে, ডারবানে ৬১ রানে জিতে সিরিজ়ে এগোলেন সূর্যকুমারেরা

নিউ জ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজ়ে রোহিত শর্মারা ঘরের মাঠে চুনকাম হওয়ার পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দল। এ বার টি-টোয়েন্টি। সূর্যকুমার যাদবের দল মুখোমুখি দক্ষিণ আফ্রিকার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১২:৫৫
৫০ বলে ১০৭ রান করলেন সঞ্জু স্যামসন।

৫০ বলে ১০৭ রান করলেন সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ০০:১৩ key status

আউট মহারাজ

মহারাজকে (৫) আউট করলেন আবেশ। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ ১৪১ রানে। ৬১ রানে জিতল ভারত।

timer শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ০০:০৭ key status

আউট কোয়েৎজে

কোয়েৎজেকে (২৩) রান আউট করলেন সূর্যকুমার। দক্ষিণ আফ্রিকা ১৩৫/৯।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২৩:৫৭ key status

১৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ১২৯/৮

ব্যাট করছেন কোয়েৎজে (২২) এবং মহারাজ (১)।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২৩:৫২ key status

আউট জানসেন

বিশ্নোইয়ের বলে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে আউট জানসেন (১২)। দক্ষিণ আফ্রিকা ১১৪/৮।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২৩:৪৭ key status

১৪ ওভারে দক্ষিণ আফ্রিকা ১০১/৭

ব্যাট করছেন জানসেন (৬) এবং কোয়েৎজে (২)।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২৩:৪৩ key status

আউট সিমেলানে

সিমেলানেকে (৬) এলবিডব্লিউ করলেন বিশ্নোই। দক্ষিণ আফ্রিকা ৯৩/৭।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২৩:৪০ key status

আউট ক্রগার

বিশ্নোইয়ের বলে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে আউট ক্রুগার (১)। দক্ষিণ আফ্রিকা ৮৭/৬।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২৩:৩৮ key status

আউট মিলার

মিলারকে (১৮) আউট করলেন বরুণ। আবেশের হাতে ক্যাচ দিলেন মিলার। দক্ষিণ আফ্রিকার দুই সেট ব্যাটার ফিরলেন শেষ তিন বলে। দক্ষিণ আফ্রিকা ৮৭/৩। ২৫ রানে ৩ উইকেট বরুণের।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২৩:৩৬ key status

আউট ক্লাসেন

বরুণকে ছক্কা মারার পরের বলেই অক্ষরের হাতে ক্যাচ দিয়ে আউট ক্লাসেন (২৫)। দক্ষিণ আফ্রিকা ৮৬/৪।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২৩:৩৩ key status

১১ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭৯/৩

ব্যাট করছেন ক্লাসেন (১৯) এবং মিলার (১৭)।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২৩:২০ key status

৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬৮/৩

ব্যাট করছেন ক্লাসেন (১২) এবং মিলার (১৩)।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২৩:১১ key status

৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪৯/৩

ব্যাট করছেন ক্লাসেন (২) এবং মিলার (৪)।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২৩:০৮ key status

আউট রিকেলটন

রিকেলটনকে (২১) আউট করলেন বরুণ। দক্ষিণ আফ্রিকা ৪৪/৩।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২৩:০১ key status

৪ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪১/২

ব্যাট করছেন রিকেলটন (২০) এবং ক্লাসেন (১)।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২২:৫৭ key status

আউট স্টাবস

আবেশের বলে সূর্যকুমারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন স্টাবস (১১)। দক্ষিণ আফ্রিকা ৩০/২।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২২:৫০ key status

২ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৯/১

ব্যাট করছেন রিকেলটন (৯)  এবং স্টাবস (২)।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২২:৪০ key status

আউট মার্করাম

আরশদীপকে পর পর দু’টি চার মেরেছিলেন মার্করাম। তার পরেই আউট তিনি। ক্যাচ দিলেন উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২২:১৯ key status

২০ ওভারে ভারত ২০২/৮

শেষ বলে রান আউট হলেন বিশ্নোই (১)। অপরাজিত থাকলেন আরশদীপ (৫)। ৩৭ রানে ৩ উইকেট কোয়েৎজের।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২২:১২ key status

আউট অক্ষর

অক্ষরকে (৭) আউট করলেন জানসেন। ভারত ১৯৯/৭।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২২:০৯ key status

আউট রিঙ্কু

রিঙ্কুকে (১১) আউট করলেন কোয়েৎজে। ভারত ১৮.৫ ওভারে ১৯৪/৬।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন