কোহলি জেতালেন ভারতকে। ছবি: পিটিআই
সেই ওভারেই খেলা শেষ করে দিলেন জাডেজা। হেনরিকে চার মেরে জেতালেন ভারতকে।
৯৫ রানে আউট হয়ে গেলেন কোহলি। শতরান হল না। তবে ভারত ভাল জায়গায়।
বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন সূর্য। পঞ্চম উইকেট হারাল ভারত।
ভারতের ইনিংসকে টানছেন বিরাট কোহলি। আবার একটি অর্ধশতরান করলেন তিনি।
২৭ রান করে মিচেল স্যান্টনারের বলে আউট রাহুল। ভারতের চতুর্থ উইকেট পড়ল ১৮২ রানে।
শ্রেয়স উইকেট ছুড়ে দিয়ে গেলেন। বোল্ট শর্ট বল খেলতে গিয়ে ক্যাচ দিলেন ভারতীয় ব্যাটার। ভারতকে চাপে ফেলে দিলেন তিনি।
কিছু ক্ষণ বন্ধ থাকার পরে আবার খেলা শুরু হয়েছে ধর্মশালায়। ব্য়াট করছেন বিরাট কোহলি ও শ্রেয়স আয়ার।
কুয়াশায় ঢেকে গিয়েছে মাঠ। ফলে খেলা বন্ধ আছে। ক্রিকেটারেরা মাঠ ছেড়ে দিয়েছেন।
বড় রান করতে পারলেন না শুভমন। ২৬ রান করে আউট হলেন তিনি। দু’টি উইকেটই নিলেন লকি ফার্গুসন।
৪০ বলে ৪৬ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা।
৮ ওভারে ভারতের রান ৫২। রোহিত ২৮ ও শুভমন ২৪ রান করে ব্যাট করছেন।
৩২ রান তুলেছে ভারত। রোহিত ২০ বলে ২৫ রান করেছেন। ১০ বলে ৭ রান করেছেন শুভমন।
ইনিংসের শেষ বলে ২৭৩ রানে অল আউট হয়ে গেল নিউ জ়িল্যান্ড।
ড্যারিল মিচেলকে আউট করে নিজের পঞ্চম উইকেট নিলেন শামি।
স্যান্টনারের পর ম্যাচ হেনরিকেও বোল্ড করলেন শামি।
মিচেল স্যান্টনারকে বোল্ড করলেন মহম্মদ শামি।
মার্ক চ্যাপম্যানকে আউট করলেন বুমরা।
কুলদীপের বলে ২৩ রান করে আউট গ্লেন ফিলিপ্স।
ক্যাচ ফস্কানোর খেসারত দিল ভারত। শতরান করলেন মিচেল। ১০০ বলে ১০০ রান পূর্ণ করলেন তিনি।
অবশেষে উইকেট নিলেন কুলদীপ যাদব। তাঁর বলে ৫ রান করে আউট কিউয়ি অধিনায়ক টম লাথাম।