ব্রিসবেনে বৃষ্টি। ছবি: এক্স।
বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শেষ করে দিলেন আম্পায়ারেরা। ১৩.২ ওভারের বেশি খেলা সম্ভব হল না।
১৩.২ ওভার হওয়ার পরেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। মধ্যাহ্নভোজের পরেও খেলা শুরু করা সম্ভব হয়নি। দ্বিতীয় সেশনে একটি বলও খেলা হল না। চা বিরতির সময়ও পেরিয়ে গিয়েছে। এখনও বৃষ্টি চলছে ব্রিসবেনে। ফলে তৃতীয় সেশনে এখনও পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হয়নি। খোয়াজা (১৯) এবং ম্যাকসুইনি (৪) ওপেন করতে নেমেছিলেন। ভারতের তিন পেসার বল করলেও কেউ উইকেট নিতে পারেননি।
মুষলধারে বৃষ্টি পড়ছে ব্রিসবেনে। যে কারণে মধ্যাহ্নভোজ শেষ হলেও খেলা শুরু করা যায়নি। সারা দিনে কেমন থাকবে ব্রিসবেনের আবহাওয়া?
বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকার পর আবার তা শুরু হয়েছে। ১০ ওভার খেলা হয়ে গেলেও এখনও উইকেট আসেনি। অস্ট্রেলিয়া ২৬ রান তুলে নিয়েছে। সিরাজের জায়গায় আকাশ দীপকে বল করতে আনা হয়েছে। বুমরার সঙ্গে তিনি বল করছেন। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছেন উসমান খোয়াজা এবং নাথান ম্যাকসুইনি।
এখনও পর্যন্ত যে লেংথে বুমরা এবং সিরাজ বল করছেন তা ঠিক নয় বলেই মত ধারাভাষ্যকারদের। তাঁরা মনে করছেন ভারতীয় পেসারদের আরও উপরের দিকে বল করা উচিত। স্টাম্প মাইকে বিরাটকেও সে কথাই বলতে শোনা যায়। বৃষ্টির পর খেলা শুরু হলে বুমরাদের লেংথে বদল হয় কি না সে দিকে নজর থাকবে।
ম্যাচের শুরুতেই বৃষ্টি। ব্রিসবেনে আপাতত বন্ধ খেলা। যদিও খুব জোরে বৃষ্টি পড়ছে না। ক্রিকেটারেরা মাঠেই রয়েছেন। কিন্তু পিচ ঢেকে দেওয়া হয়েছে।
আকাশ এবং জাডেজাকে প্রথম একাদশে ফিরিয়েছেন রোহিত। বসতে হল কাদের?
তৃতীয় টেস্টে টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন রোহিত। মেঘলা আকাশ ব্রিসবেনে। সেটার সুবিধা নিতেই বল করতে চাইলেন ভারত অধিনায়ক।