ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
বুমরার বলে আউট খোয়াজা। প্রথম স্লিপে দাঁড়ানো রোহিতের হাতে বল জমা পড়ল। আগের বার পন্থ লাফিয়ে ক্যাচের সুযোগ নষ্ট করেছিলেন। এ বারে আর সেই ভুল করেননি তিনি। ফলে খোয়াজাকে সাজঘরে ফিরতে হল।
বুমরার বলে ক্যাচ ফেললেন পন্থ। অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাকসুইনির ব্যাটে লেগে স্লিপে রোহিতের হাতে ক্যাচ যাচ্ছিল। কিন্তু পন্থ নিজের জায়গা থেকে ডানদিকে ঝাঁপ দেন। কিন্তু বলের কাছে পৌঁছতে পারেননি। তাঁর গ্লাভসে লেগে বলের অভিমুখ ঘুরে যায়। যে কারণে রোহিতও ক্যাচটি ধরতে পারেননি। তাঁর কব্জিতে লাগে বল। পন্থ ক্যাচটি নেওয়ার জন্য না গেলে হয়তো রোহিত ধরতে পারতেন।
অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম ৫ ওভারে উঠল ৯ রান। কোনও উইকেট হারায়নি তারা।
গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে ভারত শেষ ১৮০ রানে। নীতীশ কুমার রেড্ডি ৪২ রান করেন। তিনি দ্রুত রান না তুললে ১৫০ রান পার করাও মুশকিল হত ভারতের। বুমরাদের হাতে লড়াই করার মতো রান তুলে দিলেন নীতীশ। ৬ উইকেট নিলেন স্টার্ক।
স্টার্কের বল সামলাতে সমস্যায় ভারত। অস্ট্রেলিয়ার পেসারের হাত থেকে বল বেরিয়ে বেঁকে যাচ্ছে ইংরেজি সি অক্ষরের মতো। সেটাই সমস্যায় ফেলছে ব্যাটারদের। অশ্বিন এলবিডব্লিউ হন স্টার্কের ইয়র্কারে। হর্ষিত বোল্ড হন প্রায় একই রকম বলে।
নৈশভোজের পর মাঠে ফিরেই আউট রোহিত। পাঁচ বছর পর মিডল অর্ডারে ব্যাট করতে নেমেছিলেন তিনি। কিন্তু ৩ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারে ব্যর্থ রোহিত।
অ্যাডিলেডে শেষ হল প্রথম সেশনের খেলা। নৈশভোজে যাওয়ার আগেই ৪ উইকেট হারাল ভারত। রাহুল এবং শুভমনের ৬৯ রানের জুটিতে ম্যাচের রাশ ধরার চেষ্টা করেছিল তারা। কিন্তু তা ধরে রাখতে পারেনি। স্টার্কের দাপটে ম্যাচে ফিরল অস্ট্রেলিয়া।
এলবিডব্লিউ শুভমন। অস্ট্রেলিয়ার পেসার বোলান্ডের বলে আউট হলেন তিনি। লেগ সাইডে ফ্লিক করতে গিয়েছিলেন ডানহাতি শুভমন। কিন্তু অফ স্টাম্পের সামনে তাঁর পা পেয়ে যান বোলান্ড। তাতেই আউট শুভমন।
গত ম্যাচে শতরান করা বিরাট, অ্যাডিলেডে ক্যাচের অনুশীলন করালেন স্টিভ স্মিথকে। মাত্র ৭ রান করে আউট হলেন বিরাট। দ্বিতীয় স্লিপে স্মিথের হাতে ক্যাচ দিলেন তিনি।
আরও এক বার জুটি ভাঙলেন মিচেল স্টার্ক। প্রথম উইকেটটি নিয়েছিলেন তিনি। দ্বিতীয় উইকেটটিও তাঁর। রাহুলের ব্যাটে লেগে গালিতে বল চলে যায়। যা ধরতে ভুল করেননি ম্যাকসুইনি। ৩৭ রান করে আউট রাহুল।
যশস্বীর উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে ভারত। ওপেনার রাহুলের সঙ্গে তিন নম্বরে নামা শুভমনের জুটি ভরসা দিচ্ছে দলকে।
জস হেজলউডের চোট থাকায় গোলাপি বলের টেস্টে সুযোগ পেয়েছেন স্কট বোলান্ড। তাঁর প্রথম বলেই আউটের আবেদন করেছিল অস্ট্রেলিয়া। তারা মনে করেছিল বল রাহুলের ব্যাটে লেগে উইকেটরক্ষকের হাতে গিয়েছিল। কিন্তু নো বল হওয়ায় আউটটি দেওয়া হয়নি। পরে দেখা যায় বল রাহুলের ব্যাটেও লাগেনি। সেই ওভারেই স্লিপে ক্যাচ দিয়েছিলেন রাহুল। কিন্তু সেটা ধরতে পারেননি খোয়াজা। ফলে বেঁচে যান রাহুল।
প্রথম ৫ ওভারে ১৫ রান করল ভারত। তিনটি চার মারলেন শুভমন গিল। প্রথম বলে যশস্বীর উইকেট হারানোর পর ক্রিজ়ে থিতু হওয়ার চেষ্টা করছেন ভারতের দুই ব্যাটার। ১২ বলে খেলে রাহুল এখনও কোনও রান করেননি। শুভমন ১৪ রানে অপরাজিত।
প্রথম বলেই আউট যশস্বী। গোলাপি বলের টেস্টে শুরুতেই ধাক্কা খেল ভারত। সুইং পাচ্ছেন মিচেল স্টার্ক। প্রথম বলেই এলবিডব্লিউ করলেন যশস্বীকে। সুইং বুঝতে ভুল করলেন তরুণ ওপেনার।
দলে ফিরলেন রোহিত। সেই সঙ্গে আরও দুই ক্রিকেটারের প্রত্যাবর্তন।
প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারত।