ICC ODI World Cup 2023

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে কী ভাবে জিতল ভারত?

বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। ঘরের মাঠে বিশ্বকাপের শুরুটা ভাল করতে চাইছেন রোহিত শর্মারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ ০৯:৫৬
জুটি গড়েছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।

জুটি গড়েছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। ছবি: পিটিআই

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ২১:৫২ key status

জিতল ভারত

ছয় মেরে দলকে জেতালেন রাহুল। ভারত জিতল ছয় উইকেটে।

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ২১:৩৩ key status

আউট কোহলি

শতরান হাতছাড়া কোহলির। ৮৫ রান করে আউট হয়ে গেলেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ২০:৩৫ key status

অর্ধশতরান রাহুলের

বিরাটের পরে অর্ধশতরান করলেন রাহুলও। ৭২ বলে ৫০ রান করলেন তিনি।  

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ২০:২৮ key status

অর্ধশতরান বিরাটের

ভরসা দিচ্ছেন বিরাট। ৭৫ বলে অর্ধশতরান করেছেন তিনি। ভারতের রান ১০০ পার। 

Advertisement
timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৯:১৭ key status

১০ ওভারে ভারতের রান ৩ উইকেটে ২৭

ইনিংস ধরার চেষ্টা করছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। বিরাট ১৭ ও রাহুল ৭ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৮:৪২ key status

আউট শ্রেয়স আয়ার

রোহিতের পর শূন্য রানে ফিরলেন শ্রেয়স আয়ারও। ২ রানে ৩ উইকেট পড়ে গিয়েছে দলের। রান তাড়া করতে নেমে চাপে ভারত। 

Advertisement
timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৮:৪০ key status

আউট রোহিত শর্মা

ঈশানের পর আউট রোহিতও। শূন্য রানে ফিরলেন ভারত অধিনায়ক। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৮:৩২ key status

আউট ঈশান

প্রথম ওভারেই উইকেট হারাল ভারত। অফ স্টাম্পের বাইরের বলে লোভ সামলাতে পারেননি ঈশান কিশন। স্লিপে ক্যাচ দিলেন তিনি।

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৭:৫৮ key status

অল আউট অস্ট্রেলিয়া

১৯৯ রানে অল আউট অস্ট্রেলিয়া। ভারতের সামনে লক্ষ্য ২০০ রান। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৭:৫১ key status

আউট অ্যাডাম জ়াম্পা

হার্দিকের বলে ৬ রান করে আউট জ়াম্পা। অস্ট্রেলিয়ার নবম উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৭:৩১ key status

আউট কামিন্স

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে আউট করলেন বুমরা। অস্ট্রেলিয়ার অষ্টম উইকেট পড়ল ১৬৫ রানে।

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৬:৫৯ key status

উইকেট নিলেন অশ্বিনও

ঘরের মাঠে উইকেট নিলেন অশ্বিন। ৮ রান করে আউট ক্যামেরন গ্রিন। ১৪০ রানে অস্ট্রেলিয়ার ৭ উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৬:৫৬ key status

অস্ট্রেলিয়ার ষষ্ট উইকেটের পতন

নিজের দ্বিতীয় উইকেট নিলেন কুলদীপ। ১৫ রান করে আউট গ্লেন ম্যাক্সওয়েল। ১৪০ রানে ৬ উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৬:২৬ key status

এক ওভারে জোড়া উইকেট জাডেজার

লাবুশেনের পরে অ্যালেক্স ক্যারেকে আউট করলেন জাডেজা। শূন্য রানে আউট ক্যারে। ১১৯ রানে পঞ্চম উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৬:২১ key status

দ্বিতীয় উইকেট জাডেজার

স্মিথের পরে লাবুশেনকেও ফেরালেন জাডেজা। ২৯ রান করে আউট হলেন লাবুশেন। ১১৯ রানে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৬:১০ key status

আউট স্মিথ

৪৬ রান করে রবীন্দ্র জাডেজার বলে আউট স্টিভ স্মিথ। ১১০ রানের মাথায় তৃতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৫:৫৭ key status

অস্ট্রেলিয়ার রান ১০০ পার

২৫তম ওভারে ১০০ রান পার হল অস্ট্রেলিয়ার। ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ ও মার্নাশ লাবুশেন। ধরে খেলছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৫:৩৮ key status

২০ ওভার শেষে

২০ ওভারে ৮৫ রান তুলল অস্ট্রেলিয়া। ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ (৩৬) এবং মার্নাস লাবুশেন (৮)।

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৫:২২ key status

আউট ডেভিড ওয়ার্নার

ভারতকে দ্বিতীয় উইকেট এনে দিলেন কুলদীপ যাদব। ওয়ার্নারকে ফেরালেন তিনি। ৪১ রান করে আউট ওয়ার্নার। ৭৪ রানে দ্বিতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৫:১৩ key status

জুটি গড়ছেন ওয়ার্নার-স্মিথ

অস্ট্রেলিয়ার দুই অভিজ্ঞ ব্যাটার ভাল খেলছেন। ১৫ ওভারে ১ উইকেটে ৭১ রান করেছে দল। ওয়ার্নার ৪০ ও স্মিথ ৩১ রান করে খেলছেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন