Border-Gavaskar Trophy 2024-25

ভারতের থেকে এখনও ৮৩ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া, হাতে ৩ উইকেট

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়। প্রথম টেস্ট পার্‌থে। এই সিরিজ়ের ফলের উপর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নির্ভর করছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৫:২৬
যশপ্রীত বুমরা।

যশপ্রীত বুমরা। ছবি: এএফপি।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৫:২৫ key status

দিনের শেষে এগিয়ে ভারত

ভারত ১৫০ রান করেছিল। অস্ট্রেলিয়া দিনের শেষে ৬৭ রান করেছে। ভারত এখনও ৮৩ রানে এগিয়ে। অস্ট্রেলিয়ার হাতে রয়েছে মাত্র ৩ উইকেট। এক দিনে ১৭টি উইকেট পড়ল।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৫:১৩ key status

আউট কামিন্স

দ্বিতীয় স্পেনে এসেই উইকেট তুললেন বুমরা। কামিন্সের ব্যাটে খোঁচা লেগে বল চলে গেল পন্থের হাতে। সপ্তম উইকেট হারাল অস্ট্রেলিয়া।

Advertisement
timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৫:০০ key status

আউট লাবুশেন

৫২ বলে ২ রান করে আউট লাবুশেন। চেষ্টা করছিলেন দিনের শেষে অপরাজিত থাকার। কিন্তু সিরাজের বল তাঁর পা খুঁজে নিল। এলবিডব্লিউ হলেন লাবুশেন। ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৪:৩৪ key status

আউট মার্শ

সিরাজ উইকেট নিলেন। স্লিপে ক্যাচ দিলেন মার্শ। ৬ রান করে আউট হলেন তিনি। পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়া।

Advertisement
timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৩:৫৯ key status

আউট হেড

অভিষেক ম্যাচে উইকেট পেলেন হর্ষিত রানা। বোল্ড করলেন ট্রেভিস হেডকে। ১৩ বলে ১১ রান করে বোল্ড হলেন তিনি। চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৩:৩৬ key status

আউট স্মিথ

স্মিথকে (শূন্য) প্রথম বলেই আউট করলেন বুমরা। হ্যাটট্রিকের সামনে বুমরা। অস্ট্রেলিয়া ১৯/৩।

Advertisement
timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৩:৩৩ key status

আউট খোয়াজা

খোয়াজাকে (৮) আউট করলেন বুমরা। স্লিপে কোহলির হাতে ক্যাচ দিলেন অস্ট্রেলীয় ওপেনার। অস্ট্রেলিয়া ১৯/২।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৩:১৩ key status

আউট ম্যাকসুইনি

পার্‌থে প্রথম ধাক্কা অস্ট্রেলিয়া  শিবিরে। ম্যাকসুইনিকে (১০) এলবিডব্লিউ করলেন বুমরা। অস্ট্রেলিয়া ১৪/১।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১২:৫০ key status

১৫০ রানে শেষ ভারত

৪১ রান করে আউট নীতীশ। ওভারের দ্বিতীয় বলে ক্যাচ ফেলেছিলেন খোয়াজা। সহজ ক্যাচ ছিল। কিন্তু ধরতে পারেননি। চতুর্থ বলে সেই খোয়াজাই ক্যাচ ধরলেন। পুল মারতে গিয়েছিলেন নীতীশ। বল উপরের দিকে উঠে যায়। দৌড়ে গিয়ে ক্যাচ ধরেন খোয়াজা। যে ক্যাচটি ফেলেছিলেন, তার থেকে অনেকটাই কঠিন ছিল এই ক্যাচ নেওয়া। নীতীশ আউট হতেই ভারতের ইনিংস শেষ। ১৫০ রান তুলল তারা। সেই সঙ্গে চা বিরতির ঘোষণা করে দেন আম্পায়ারেরা।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১২:২৭ key status

আউট হর্ষিত

৭ রান করে আউট হর্ষিত। অস্ট্রেলিয়ার পেসার হেজ়লউডের বলে খোঁচা দিয়ে ফিরলেন তিনি। অষ্টম উইকেট হারাল ভারত।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১২:২২ key status

আউট পন্থ

পন্থ এবং নীতীশ মিলে ৪৮ রানের জুটি গড়লেন। সেই জুটি ভাঙলেন কামিন্স। শুক্রবার সকালে ভারতীয় দলের ব্যাটিংয়ে যে নড়বড়ে ভাব দেখা গিয়েছিল, তা কাটানোর চেষ্টা করছিলেন পন্থেরা। কখনও শুয়ে পড়ে ছক্কা মারলেন, কখনও মারলেন রিভার্স সুইপ। সেই পন্থকে আউট করলেন কামিন্স। 

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১১:১২ key status

আউট সুন্দর

এ বার আউট সুন্দর। মার্শের বাউন্সার সামলাতে পারলেন না তিনি। গ্লাভসে লেগে বল চলে গেল উইকেটরক্ষকের হাতে। ৪ রান করে আউট সুন্দর।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১০:৫৭ key status

আউট জুরেল

ভারত এ দলের হয়ে রান করায় প্রথম টেস্টে জায়গা করে নেন জুরেল। ২০ বলে ১১ রান করে আউট তিনি। তবে আউট হওয়ার আগে দু'টি চার মারেন জুরেল। যে শটে আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল। কিন্তু মিচেল মার্শের বলের গতি বুঝতে পারেননি জুরেল। তাতেই আউট হলেন তিনি। জুরেলের ব্যাটের মুখ ছিল মিড অফের দিকে। খোঁচা লেগে বল চলে গেল দ্বিতীয় স্লিপে দাঁড়ানো লাবুশেনের হাতে।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১০:৫৪ key status

মধ্যাহ্নভোজে ভারত ৫১/৪

চার উইকেট চলে গিয়েছে ভারতের। প্রথম সেশনে মাত্র ৫১ রান উঠেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থ বিরাটেরা। পন্থের ব্যাটের দিকে রানের আশায় তাকিয়ে সমর্থকেরা।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১০:৫৩ key status

আউট রাহুল

স্টার্কের বল রাহুলের ব্যাটে লেগে উইকেটরক্ষকের হাতে যায়। কিন্তু আম্পায়ার আউট দেননি। রিভিউ নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান। কিন্তু রাহুল খুশি হতে পারেননি। তিনি মনে করছেন বল তাঁর ব্যাটে লাগেনি। বরং স্নিকো মিটারে যে স্পাইক দেখা গিয়েছে, সেটা তাঁর প্যাডে ব্যাট লাগার জন্য হয়েছে। মাথা নাড়তে নাড়তে বেরিয়ে গেলেন রাহুল।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ০৯:১৪ key status

আউট বিরাট

হেজ়লউডের বলটিতে বাড়তি বাউন্স ছিল। ছেড়ে দিতেই পারতেন বিরাট। কিন্তু ব্যাট বাড়ালেন তিনি। তাতেই বিপত্তি। খোঁচা লেগে বল চলে গেল স্লিপে দাঁড়ানো উসমান খোয়াজার হাতে। ৫ রান করে আউট বিরাট। 

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ০৯:০৬ key status

১৫ ওভার শেষে

২ উইকেট হারিয়ে ২১ রান করেছে ভারত। ওপেনার যশস্বী জয়সওয়াল এবং তিন নম্বরে নামা দেবদত্ত পাড়িক্কল আউট হয়েছেন। তাঁরা কেউই কোনও রান করতে পারেননি। ভারতের হয়ে লড়াই করছেন ওপেন করতে নামা লোকেশ রাহুল। ৫২ বলে ১৪ রান করেছেন তিনি। সঙ্গে ক্রিজ়ে রয়েছেন অভিজ্ঞ বিরাট।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ০৮:৪৭ key status

২৩ বল খেলে শূন্য পাড়িক্কল

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন পাড়িক্কল। শুভমন গিল না থাকায় তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। ২৩টি বল খেললেও কোনও রান করতে পারেননি। হেজ়লউডের বলে খোঁচা দিয়ে সাজঘরে ফিরলেন পাড়িক্কল। ধারাবাহিক ভাবে একই লেংথে বল করার পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ার পেসার। রক্ষণাত্মক শট খেলতে গিয়েছিলেন পাড়িক্কল। কিন্তু ব্যাটটা একটু ঘুরে গিয়েছিল। তাতেই বিপদ হল। ব্যাটের কানায় লেগে বল চলে গেল উইকেররক্ষক অ্যালেক্স ক্যারির হাতে।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ০৮:৪১ key status

প্রথম ১০ ওভারে

পার্‌থে প্রথম ১০ ওভারে মাত্র ১৪ রান তুলেছে ভারত। হারিয়েছে একটি উইকেট। ওপেনার রাহুল এবং তিন নম্বরে নামা পাড়িক্কল মিলে ইনিংসে থিতু হওয়ার চেষ্টা করছেন। অস্ট্রেলিয়ার তিন পেসার স্টার্ক, হেজ়লউড এবং কামিন্স মিলে ত্রিফলা আক্রমণ করছেন। তবে দিনের শুরুতে ঝুঁকি নিতে চাইছে না ভারত। ১৭টি বল খেলে ফেললেও পাড়িক্কল কোনও রান করেননি।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ০৮:১০ key status

শুরুতেই আউট যশস্বী

নিজের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নিলেন স্টার্ক। স্লিপে ক্যাচ দিলেন ভারতের বাঁহাতি ওপেনার যশস্বী। দিনের শুরুতেই আগ্রাসী শট খেলার খেসারত দিলেন তিনি। কোনও রান না করেই সাজঘরে ফিরলেন যশস্বী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন