অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স
প্রথম দিনের খেলা শেষ।
২৪ রানে ফিরলেন অসি ওপেনার।
ইংল্যান্ডের প্রথম সারির সব ব্যাটার আউট।
ইংরেজ অধিনায়কের খারাপ ফর্ম অব্যাহত। ৩ রান করে ফিরলেন তিনি।
আগ্রাসী খেলা বজায় রেখেছে ইংল্যান্ড। অর্ধশতরানের মুখে হ্যারি ব্রুক। টি-টোয়েন্টির মেজাজে খেলছেন তিনি। ৪১ বলে ৪৮ করে অপরাজিত। সঙ্গী মইন আলি (১০)।
হেজলউডের বলে আউট হয়ে গেলেন রুট (৫)।
কামিন্সের বলে খোঁচা দিয়ে আউট ক্রলি।
লেগ সাইডে মার্শের বল খেলতে গিয়ে ডাকেটের ব্যাটে লেগে উইকেটকিপারের হাতে জমা পড়ল।
ওভালে পঞ্চম টেস্টে টস জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ, প্রথমে ব্যাট করতে নামল ইংল্যান্ড।