India Vs West Indies

সিরাজ়ের পাঁচ উইকেট, রোহিত-ঈশানের অর্ধশতরান, ত্রিনিদাদে চতুর্থ দিনে দাপট ভারতের

তৃতীয় দিন বৃষ্টির জেরে দু’বার খেলা থেমেছে। সারা দিনে মোট ৬৭ ওভার বল করতে পেরেছে ভারত। উইকেট পড়েছে চারটি। চতুর্থ দিন ওয়েস্ট ইন্ডিজ়কে অল আউট করার লক্ষ্যে রোহিত শর্মারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ০৩:৩৭
রোহিত শর্মা (বাঁ দিকে) ও যশস্বী জয়সওয়াল।

রোহিত শর্মা (বাঁ দিকে) ও যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ০২:৪২ key status

আউট ম্যাকেঞ্জি

শূন্য রানে অশ্বিনের বলে আউট হয়ে ফিরলেন কির্ক ম্যাকেঞ্জি। ৪৪ রানে ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় উইকেটের পতন। 

timer শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ০২:৩৫ key status

আউট ব্রেথওয়েট

ভাল খেলছিলেন ক্যারিবীয় অধিনায়ক। কিন্তু ২৮ রানের মাথায় রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ মারতে গিয়ে আউট হলেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ০২:০৩ key status

১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ়ের রান বিনা উইকেটে ২৪

অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ২১ ও ত্যাগনারায়ণ চন্দ্রপল দু’রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ০০:৫৪ key status

ডিক্লেয়ার ভারতের

দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে দু’উইকেটে ১৮১ রান করে ডিক্লেয়ার করল ভারত। ঈশান কিশন ৫২ ও শুভমন গিল ২৯ রানে অপরাজিত থাকলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে ৩৬৫ রানের লক্ষ্য দিলেন রোহিত শর্মারা।

Advertisement
timer শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ০০:৫১ key status

অর্ধশতরান ঈশান কিশনের

টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করছেন ঈশান। পর পর দু’বলে দু’টি ছক্কা মেরে টেস্টে নিজের প্রথম অর্ধশতরান করলেন তিনি। 

timer শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ০০:১৬ key status

খেলা শুরু

বৃষ্টির জেরে বেশ কিছু ক্ষণ বন্ধ থাকার পরে আবার খেলা শুরু হয়েছে। 

Advertisement
timer শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ০০:১৪ key status

চা বিরতি

বৃষ্টির কারণে সময়ের আগেই নিয়ে নেওয়া হল চা বিরতি। 

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ২২:৪৪ key status

বৃষ্টিতে বন্ধ খেলা

দ্বিতীয় বারের জন্য ত্রিনিদাদে শুরু বৃষ্টি। আবার খেলা বন্ধ। দ্বিতীয় ইনিংসে ভারতের রান দু’উইকেটে ১১৮। শুভমন গিল ১০ ও ঈশান কিশন আট রান করে ব্যাট করছেন। ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ৩০১ রানে এগিয়ে ভারত। 

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ২২:৪৩ key status

আউট যশস্বী জয়সওয়াল

৩৮ রান করে জোমেইল ওয়ারিকানের বলে আউট যশস্বী। দ্বিতীয় উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ২১:১৫ key status

ত্রিনিদাদে শুরু বৃষ্টি

রোহিত আউট হওয়ার পরেই ত্রিনিদাদে শুরু হয়েছে বৃষ্টি। খেলা আপাতত বন্ধ। সময়ের আগেই নেওয়া হয়েছে মধ্যাহ্নভোজের বিরতি। 

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ২১:১৪ key status

আউট রোহিত শর্মা

অবশেষে ভারতের প্রথম উইকেট পড়ল। ৫৭ রান করে আলজারি জোসেফের বলে আউট ভারত অধিনায়ক। 

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ২০:৫৪ key status

অর্ধশতরান রোহিত শর্মার

প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন রোহিত শর্মা। ৩৫ বলে নিজের ৫০ পূর্ণ করেন তিনি। 

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ২০:৩২ key status

৫০ রানের জুটি দুই ওপেনারের

রোহিত ও যশস্বী ৫০ রানের জুটি বাঁধলেন। রোহিত ২৭ ও যশস্বী ২০ রানে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ২০:২৯ key status

টি-টোয়েন্টির মেজাজে ব্যাটিং ভারতের

দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল শুরু থেকেই হাত খুলে খেলছেন। পাঁচ ওভারে দলের রান বিনা উইকেটে ৪৮। রোহিত ২৬ ও যশস্বী ১৯ রানে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৯:৫৪ key status

অল আউট ওয়েস্ট ইন্ডিজ়

চতুর্থ দিন সকালে মাত্র আট ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের বাকি পাঁচ উইকেট পড়ে গেল। তার মধ্য়ে চারটি উইকেট সিরাজ়ের। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেন ভারতীয় পেসার। ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস শেষ ২৫৫ রানে। প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড নিল ভারত। 

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৯:৪৮ key status

আউট কিমার রোচ

ওয়েস্ট ইন্ডিজ়ের নবম উইকেট পড়ল। চতুর্থ দিন নিজের তৃতীয় উইকেট নিলেন সিরাজ়। তাঁর বল কিমার রোচের ব্যাটের কানায় লেগে গেল ঈশান কিশনের দস্তানায়। চার রান করে আউট রোচ। 

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৯:৩০ key status

আউট জোসেফ

সিরাজের বলে এলবিডব্লিউ জোসেফ। খেলা শুরু হতেই তিন উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। ভারত দ্রুত উইকেট নিলেও ফলো-অন বাঁচিয়ে ফেলল ক্যারিবিয়ান বাহিনী।

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৯:১৪ key status

আউট হোল্ডার

সিরাজের বলে আউট হোল্ডার। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক ঈশান কিশনের হাতে ক্যাচ দিলেন তিনি।

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৯:০৬ key status

আউট আথানেজ়

চতুর্থ দিনের প্রথম ওভারেই উইকেট নিলেন মুকেশ কুমার। ৩৭ রানে আউট আথানেজ়। মুকেশের বল তাঁর প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ়ের ষষ্ঠ উইকেটের পতন।

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৮:৪৭ key status

চতুর্থ দিনের খেলা শুরু

ওয়েস্ট ইন্ডিজ়ের রান পাঁচ উইকেটে ২২৯। আলিক আথানেজ় ৩৭ ও জেসন হোল্ডার ১১ রানে অপরাজিত রয়েছেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন