রোহিত শর্মা (বাঁ দিকে) ও যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র
শূন্য রানে অশ্বিনের বলে আউট হয়ে ফিরলেন কির্ক ম্যাকেঞ্জি। ৪৪ রানে ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় উইকেটের পতন।
ভাল খেলছিলেন ক্যারিবীয় অধিনায়ক। কিন্তু ২৮ রানের মাথায় রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ মারতে গিয়ে আউট হলেন তিনি।
অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ২১ ও ত্যাগনারায়ণ চন্দ্রপল দু’রান করে খেলছেন।
দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে দু’উইকেটে ১৮১ রান করে ডিক্লেয়ার করল ভারত। ঈশান কিশন ৫২ ও শুভমন গিল ২৯ রানে অপরাজিত থাকলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে ৩৬৫ রানের লক্ষ্য দিলেন রোহিত শর্মারা।
টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করছেন ঈশান। পর পর দু’বলে দু’টি ছক্কা মেরে টেস্টে নিজের প্রথম অর্ধশতরান করলেন তিনি।
বৃষ্টির জেরে বেশ কিছু ক্ষণ বন্ধ থাকার পরে আবার খেলা শুরু হয়েছে।
বৃষ্টির কারণে সময়ের আগেই নিয়ে নেওয়া হল চা বিরতি।
দ্বিতীয় বারের জন্য ত্রিনিদাদে শুরু বৃষ্টি। আবার খেলা বন্ধ। দ্বিতীয় ইনিংসে ভারতের রান দু’উইকেটে ১১৮। শুভমন গিল ১০ ও ঈশান কিশন আট রান করে ব্যাট করছেন। ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ৩০১ রানে এগিয়ে ভারত।
৩৮ রান করে জোমেইল ওয়ারিকানের বলে আউট যশস্বী। দ্বিতীয় উইকেট হারাল ভারত।
রোহিত আউট হওয়ার পরেই ত্রিনিদাদে শুরু হয়েছে বৃষ্টি। খেলা আপাতত বন্ধ। সময়ের আগেই নেওয়া হয়েছে মধ্যাহ্নভোজের বিরতি।
অবশেষে ভারতের প্রথম উইকেট পড়ল। ৫৭ রান করে আলজারি জোসেফের বলে আউট ভারত অধিনায়ক।
প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন রোহিত শর্মা। ৩৫ বলে নিজের ৫০ পূর্ণ করেন তিনি।
রোহিত ও যশস্বী ৫০ রানের জুটি বাঁধলেন। রোহিত ২৭ ও যশস্বী ২০ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল শুরু থেকেই হাত খুলে খেলছেন। পাঁচ ওভারে দলের রান বিনা উইকেটে ৪৮। রোহিত ২৬ ও যশস্বী ১৯ রানে ব্যাট করছেন।
চতুর্থ দিন সকালে মাত্র আট ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের বাকি পাঁচ উইকেট পড়ে গেল। তার মধ্য়ে চারটি উইকেট সিরাজ়ের। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেন ভারতীয় পেসার। ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস শেষ ২৫৫ রানে। প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড নিল ভারত।
ওয়েস্ট ইন্ডিজ়ের নবম উইকেট পড়ল। চতুর্থ দিন নিজের তৃতীয় উইকেট নিলেন সিরাজ়। তাঁর বল কিমার রোচের ব্যাটের কানায় লেগে গেল ঈশান কিশনের দস্তানায়। চার রান করে আউট রোচ।
সিরাজের বলে এলবিডব্লিউ জোসেফ। খেলা শুরু হতেই তিন উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। ভারত দ্রুত উইকেট নিলেও ফলো-অন বাঁচিয়ে ফেলল ক্যারিবিয়ান বাহিনী।
সিরাজের বলে আউট হোল্ডার। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক ঈশান কিশনের হাতে ক্যাচ দিলেন তিনি।
চতুর্থ দিনের প্রথম ওভারেই উইকেট নিলেন মুকেশ কুমার। ৩৭ রানে আউট আথানেজ়। মুকেশের বল তাঁর প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ়ের ষষ্ঠ উইকেটের পতন।
ওয়েস্ট ইন্ডিজ়ের রান পাঁচ উইকেটে ২২৯। আলিক আথানেজ় ৩৭ ও জেসন হোল্ডার ১১ রানে অপরাজিত রয়েছেন।