ত্রিনিদাদে বৃষ্টি থামলেও মাঠ ঢাকা রয়েছে কভারে। ছবি: টুইটার
দু’দলের অধিনায়কদের সঙ্গে কথা বলে খেলা ড্র ঘোষণা করলেন আম্পায়ারেরা।
পঞ্চম দিন খেলা শুরু করা যাবে কি না তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। খেলা না হলে ড্র’য়েই সন্তুষ্ট থাকতে হবে ভারতকে।
বৃষ্টি না পড়লেও আকাশে কালো মেঘ। তাই খেলা এখনও শুরু করা যায়নি। পিচ কভারে ঢাকা রয়েছে।
বৃষ্টির কারণে গোটা একটি সেশনের খেলা ভেস্তে গিয়েছে। নির্ধারিত সময়ের আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে।
বৃষ্টি থামলেও মাঠ এখনও ভিজে রয়েছে। তাই খেলা শুরু করা যায়নি। মাঠ শুকানোর কাজ করছেন মাঠকর্মীরা।
বৃষ্টি থামার পরে মাঠে এসেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ় দল।
খেলা শুরুর অনেক ক্ষণ আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে। ফলে এখনও হোটেল থেকেই বার হননি ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারেরা।
দ্বিতীয় টেস্ট জিততে জিততে ভারতের দরকার আর ৮ উইকেট। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ়কে জিততে এখনও ২৮৯ রান করতে হবে। কিন্তু পঞ্চম দিনের খেলা শুরু হয়নি। ত্রিনিদাদে বৃষ্টি হচ্ছে। মাঠ কভারে ঢাকা রয়েছে।