রোহিত শর্মা। —ফাইল চিত্র
নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্য়াচে অর্ধশতরান করলেন বিরাট কোহলি। ওয়ারিকানকে কভার অঞ্চলে চার মেরে ৫০ রান পূর্ণ করলেন তিনি।
চা বিরতির ঠিক আগেই আট রান করে আউট হয়ে গেলেন রাহানে। চতুর্থ উইকেট হারাল ভারত।
দেখে মনে হচ্ছিল পর পর দু’ম্যাচে শতরান করবেন রোহিত শর্মা। কিন্তু ৮০ রান করে ওয়েস্ট ইন্ডিজ়ের স্পিনার জোমেল ওয়ারিকানের বল বুঝতে না পেরে বোল্ড হলেন তিনি।
তিন নম্বরে আরও এক বার ব্যর্থ শুভমন গিল। ১০ রান করে কিমার রোচের বলে খোঁচা মেরে আউট হলেন তিনি।
শতরান করার সুযোগ ছিল যশস্বী জয়সওয়ালের। কিন্তু ৫৭ রান করে জেসন হোল্ডারের বলে আউট হয়ে গেলেন তিনি। ভারতের প্রথম উইকেট পড়ল ১৩৯ রানে।
রোহিত ৬৩ ও যশস্বী ৫২ রান করে ব্যাট করছেন।
অভিষেক টেস্টে শতরানের পরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরান করলেন যশস্বী জয়সওয়াল। মাত্র ৪৯ বলে অর্ধশতরান করেন তিনি। আলজারি জোসেফকে পর পর দু’বলে দু’টি চার মেরে নিজের কীর্তি করেন ভারতের বাঁ হাতি ব্য়াটার।
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ওপেনিং জুটিতে ১০০ রান পার ভারতের। সময় লাগল মাত্র ২১ ওভার। পর পর দু’টেস্টে শতরানের জুটি করলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। রোহিত ৬১ ও যশস্বী ৩৪ রানে ব্যাট করছেন।
প্রথম টেস্টে শতরানের পরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরান করলেন রোহিত শর্মা। কিমার রোচকে মিড উইকেট অঞ্চলে পুল করে ছক্কা মেরে অর্ধশতরান করেন রোহিত। ৭৪ বলে ৫০ করলেন তিনি। টেস্টে এটি তাঁর ১৫তম অর্ধশতরান।
রোহিত ৩১ ও যশস্বী ৩০ রান করে ব্যাট করছেন। তাঁদের সমস্যায় ফেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারেরা।
ভাল খেলছেন দলের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের। রোহিত ১৭ ও যশস্বী ৪১ রান করে ব্যাট করছেন।
শার্দূল ঠাকুর চোট পাওয়ায় ভারতীয় দলে অভিষেক হয়েছে বাংলার পেসার মুকেশ কুমারের।
রোহিত জানিয়েছেন, টসে জিতলে প্রথমে ব্যাট করতেন তাঁরা। অর্থাৎ, টসে হারলেও খুশি রোহিত।
আবার টসে হারলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নামবে ভারত।