KKR

তাঁর বলে মণীশের ছক্কা, ভিডিয়ো দেখতে বসেই রেগে গেলেন রাসেল, কী হল কেকেআরের অনুশীলনে?

আইপিএলের আগে পুরোদমে অনুশীলন করছে কেকেআর। ইডেন গার্ডেন্সে আন্তঃদলীয় ম্যাচ খেলছে তারা। সে রকমই একটি ম্যাচে বল করতে গিয়ে ছয় হজম করলেন আন্দ্রে রাসেল। পরে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া দিলেন সেই নিয়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৪ ১৪:৩৭
cricket

আন্দ্রে রাসেল। ছবি: পিটিআই।

আইপিএলের আগে পুরোদমে অনুশীলন করছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রতি দিনই ইডেন গার্ডেন্সে হয় অনুশীলন, অথবা আন্তঃদলীয় ম্যাচ খেলছে। সে রকমই একটি ম্যাচে বল করতে গিয়ে ছয় হজম করলেন আন্দ্রে রাসেল। পরে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া দিলেন সেই নিয়ে।

Advertisement

দু’দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিলেন কেকেআরের ক্রিকেটারেরা। ব্যাট করছিলেন মণীশ পাণ্ডে। বল করছিলেন রাসেল। ওয়েস্ট ইন্ডিজ়‌ের ক্রিকেটারের বলে সোজা শট মারেন মণীশ। বল গিয়ে পড়ে বাউন্ডারির ও পারে কেকেআরের কোচেদের বসার জায়গায়। সেই ভিডিয়ো দেওয়া হয়েছে কেকেআরের ইনস্টাগ্রামে। পোস্টের নীচে রাসেল লিখেছেন, “আমার এটা একদম পছন্দ হয়নি। একদম না।”

রাসেলের সেই পোস্ট।

রাসেলের সেই পোস্ট। ছবি’ ইনস্টাগ্রাম

সেই ম্যাচে কেকেআরের দুই ক্রিকেটারই সফল হয়েছেন। দীর্ঘ দিন বাদে কেকেআরে ফেরা মণীশ ২৪ বলে ৫১ রান করেন। রাসেল ব্যাট করতে নেমে ১৪ বলে ৩৫ রান করেন। বল হাতেও একাধিক বার নজর কেড়ে নেন। সেই ম্যাচে মণীশ ছাড়াও ফিল সল্ট এবং নীতীশ রানা অর্ধশতরান করেন। এঁদের মধ্যে সল্ট ৪১ বলে ৭৮ রান করে ওপেনার হিসাবে জায়গা কার্যত পাকা করে ফেলেছেন।

Advertisement
আরও পড়ুন