IPL 2025

আলু, খুবানি দিয়ে বিরিয়ানি খেয়ে মুম্বই ম্যাচে নেমেছিল কেকেআর! শেষে ৪৩ বল বাকি থাকতে হার হজম

মাঠে নেমে সমর্থকদের মন জিততে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। তিনটি ম্যাচের দু’টিতেই হারতে হয়েছে অজিঙ্ক রাহানের দলকে। তবে নাইটদের শিবিরে অভাব নেই উৎসবের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৭:১৪
picture of KKR

কলকাতা নাইট রাইডার্স। ছবি: বিসিসিআই।

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে লজ্জার হারের পর রমনদীপ সিংহ জানিয়েছেন এখনও প্রথম একাদশ ঠিক করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। মাঠের পারফরম্যান্স ছন্নছাড়া হলেও কেকেআর শিবিরে উৎসবের আবহ। মরাঠি নববর্ষ উদ্‌যাপনের পর সাড়ম্বরে ইদ পালন করেছেন নাইটেরা।

Advertisement

এক মাস রোজার পর গত সোমবার খুশির ইদে মাতেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। সে দিনই ওয়াংখেড়ে স্টেডিয়ামে এ বারের আইপিএলের তৃতীয় ম্যাচ ছিল কেকেআরের। মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও কেকেআর শিবিরে ছিল ইদের আয়োজন। মইন আলি, রহমানুল্লা গুরবাজ়দের জন্য ছিল বিশেষ খাবারের ব্যবস্থা। রন্ধনশিল্পী কুণাল খন্না তৈরি করেছিলেন বিশেষ ধরনের বিরিয়ানি। যাতে ছিল কলকাতার বিরিয়ানির মতো আলু। ছিল আফগান বিরিয়ানির উপকরণ খুবানি। বিশেষ ধরনের বিরিয়ানি দারুণ উপভোগ করেছেন মইন, গুরবাজ়েরা। তবে খানিকটা হতাশ হয়েছেন রিঙ্কু সিংহ। লখনউ বিরিয়ানির আশায় ছিলেন কেকেআরের ফিনিশার। কেকেআরের বিরিয়ানি রান্না, ইদ্‌যাপনের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত রবিবার ছিল গুড়ী পড়ওয়া। অর্থাৎ মরাঠি নববর্ষ। সে দিন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সমর্থকদের শুভেচ্ছা জানান। অর্থাৎ, নাইটদের শিবিরে একের পর এক উৎসবের আবহ। শুধু উৎসবের আবহে মাঠ ছাড়া হল না রাহানেদের।

Advertisement
আরও পড়ুন