প্রতীকী ছবি।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-তে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
স্পেশালিষ্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে তিন বছর থাকবে কাজের মেয়াদ, পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। ডিন, এক্সটার্নাল ফ্যাকাল্টি এবং মার্কেটিং এগজ়িকিউটিভ পদে কাজ করতে হবে। মোট শূন্যপদ রয়েছে পাঁচটি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকা চাই। বছরে ৩৫ থেকে ৬০ লক্ষ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
এসবিআই-এর ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ এপ্রিল। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এসবিআই-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।