Rinku Singh

আইপিএল শেষ হতেই বিদেশে পাড়ি রিঙ্কুর! কোথায় গেলেন কেকেআরের নতুন নায়ক?

এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন নায়ক হয়ে উঠেছেন রিঙ্কু সিংহ। আইপিএল শেষ হতেই বিদেশে পাড়ি দিয়েছেন তিনি। কোথায় গিয়েছেন কেকেআরের ব্যাটার?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৩ ১৭:১৩
Rinku Singh

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র

এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন নায়ক হয়ে উঠেছেন রিঙ্কু সিংহ। ধারাবাহিক ভাবে ভাল খেলায় প্রশংসা পেয়েছেন রিঙ্কু। আইপিএল শেষ হতেই বিদেশে পাড়ি দিয়েছেন রিঙ্কু। কোথায় গিয়েছেন তিনি?

আপাতত মলদ্বীপে রয়েছেন রিঙ্কু। ছুটি কাটাতে গিয়েছেন তিনি। সেখান থেকে নিজের ছবি দিয়েছেন রিঙ্কু। সমুদ্রের নীল জলে শরীর ডুবিয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। একটি ছবিতে নিজের ‘সিক্স প্যাক’ও দেখিয়েছেন কেকেআরের বাঁ হাতি ব্যাটার। বোঝা যাচ্ছে, বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি।

Advertisement

এ বারের আইপিএলে ১৪টি ম্যাচে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। কেকেআরের হয়ে এই মরসুমে সর্বাধিক রান করেছেন তিনি। ৫৯.২৫ গড় ও ১৪৯.৫৩ স্ট্রাইক রেটে রান করেছেন রিঙ্কু। পাঁচটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

শুধু রান করা নয়, কেকেআরকে দু’তিনটি ম্যাচ একা হাতে জিতিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে দলকে জেতানো। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও শেষ বলে চার মেরে দলকে জিতিয়েছেন তিনি। কেকেআর প্লে-অফে উঠতে না পারলেও রিঙ্কুর ব্যাটিংয়ের প্রশংসা শোনা গিয়েছে। তাঁকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবিও করেছেন কয়েক জন প্রাক্তন ক্রিকেটার।

Advertisement
আরও পড়ুন