Rinku Singh

আইপিএলের তিন মাস আগে অধিনায়ক রিঙ্কু! কেকেআরের নেতৃত্বের দৌড়ে কি ঢুকে পড়লেন

কেকেআরের নেতৃত্বের দৌড়ে রয়েছেন অভিজ্ঞ রাহানে এবং ২০২৩ সালের সহ-অধিনায়ক বেঙ্কটেশ। হঠাৎ করেই লড়াইয়ে ঢুকে পড়লেন শাহরুখের অন্যতম প্রিয় ক্রিকেটার রিঙ্কু।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:৫১
picture of Rinku Singh

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

আইপিএল শুরু হতে এখনও বাকি প্রায় তিন মাস। এ বার নতুন অধিনায়ক বেছে নিতে হবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে। মনে করা হচ্ছে অজিঙ্ক রাহানে অথবা বেঙ্কটেশ আয়ারের মধ্যে এক জন নেতৃত্বের দায়িত্ব পাবেন। তবে কেকেআর কর্তৃপক্ষের চিন্তা বাড়িয়ে দৌড়ে ঢুকে পড়লেন রিঙ্কু সিংহও।

Advertisement

গত বার ট্রফি জেতানো অধিনায়ক শ্রেয়স আয়ারকে ধরে রাখতে পারেনি কেকেআর। জেড্ডার নিলামেও তাঁকে কিনতে পারেননি বেঙ্কি মাইসোরেরা। নতুন দলে নেই ২০২৩ সালে নেতৃত্ব দেওয়া নীতীশ রানাও। স্বাভাবিক ভাবেই আগামী মরসুমে নতুন অধিনায়ক বেছে নিতে হবে কেকেআরকে। দৌড়ে রয়েছেন অভিজ্ঞ রাহানে এবং ২০২৩ সালের সহ-অধিনায়ক বেঙ্কটেশ। কিন্তু হঠাৎ করেই নেতৃত্বের দৌড়ে ঢুকে পড়লেন রিঙ্কু। কেকেআর কর্ণধার শাহরুখ খানেরও অন্যতম প্রিয় ক্রিকেটার তিনি।

মঙ্গলবার বিজয় হজারে ট্রফির জন্য দল ঘোষণা করেছে উত্তরপ্রদেশ। সেই দলে নীতীশ ছাড়াও ভুবনেশ্বর কুমার, শিবম মাভির মতো ক্রিকেটার থাকলেও অধিনায়ক করা হয়েছে রিঙ্কুকে। উত্তরপ্রদেশের অধিনায়ক হিসাবে সাফল্য পেলে রিঙ্কু নিশ্চিত ভাবে কেকেআরের নেতৃত্ব পাওয়ারও দাবিদার হয়ে উঠবেন। যা চিন্তা বৃদ্ধি করতে পারে কেকেআর কর্তৃপক্ষকে।

ভারতের এক দিনের দলে জায়গা পাওয়ার জন্য বিজয় হজারে ট্রফিকে বেছে নিতে চাইছেন রিঙ্কু। দেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হলেও এক দিনের দলে এখনও জায়গা নিশ্চিত নয় তাঁর। আগামী জানুয়ারিতে সাদা বলের সিরিজ় খেলতে ভারতে আসবে ইংল্যান্ড। সেই সিরিজ়ের দলে জায়গা করে নেওয়াই লক্ষ্য রিঙ্কুর। তাই প্রস্তুতিতে কোনও ফাঁক রাখেননি। উল্লেখ্য, এখনও পর্যন্ত একটি আন্তর্জাতিক এক দিনের ম্যাচ খেলেছেন কেকেআর ব্যাটার।

Advertisement
আরও পড়ুন