রবিন উথাপ্পা। —ফাইল চিত্র।
রবিন উথাপ্পার গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ দিল কর্নাটক হাই কোর্ট। কর্মচারী ভবিষ্যনিধি তহবিলে কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া টাকা জমা না দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ২১ ডিসেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আঞ্চলিক পিএফ কমিশনার সদাক্ষরী গোপাল রেড্ডি। তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। কর্নাটক হাই কোর্টের রায় উথাপ্পাকে স্বস্তি দিল।
উথাপ্পার একটি পোশাক তৈরির সংস্থা রয়েছে। সেই সংস্থার বিরুদ্ধে কর্মচারী ভবিষ্যনিধি তহবিলে টাকা জমা না দেওয়ার অভিযোগ রয়েছে। বকেয়ার পরিমাণ ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ টাকা। সংস্থার পরিচালক হিসাবে ২৭ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় উথাপ্পাকে।
গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রাক্তন ক্রিকেটার দাবি করেন, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন। যে সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তিনি সেই সংস্থার সঙ্গে এখন আর যুক্ত নন। তিনি বলেছিলেন, “২০১৮-১৯ সালে আমাকে ওই সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। কারণ, আমি ওই সংস্থায় বিনিয়োগ করেছিলাম। ডিরেক্টর হলেও আমি সরাসরি ভাবে কোনও দিন ওই সংস্থার কাজকর্মের মধ্যে যুক্ত ছিলাম না। কারণ, পেশাদার ক্রিকেটার, টেলিভিশনের কাজ ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকায় আমার সময় ছিল না। আমি আরও অনেক সংস্থার সঙ্গে যুক্ত। কিন্তু কোথাও আমি কোনও ভূমিকা পালন করিনি।”
তিনি আরও দাবি করেছিলেন, “যে টাকা ওই সংস্থায় বিনিয়োগ করেছিলাম তাও ফেরত পাইনি। আমি নিজেই ওদের বিরুদ্ধ আইনি পদক্ষেপ করেছিলাম। মামলা বিচারাধীন রয়েছে। বহু বছর আগে আমি ডিরেক্টরের পদ থেকে পদত্যাগও করেছি।”