WTC Final 2023

টেস্ট বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে ধাক্কা অস্ট্রেলিয়া দলে! ছিটকে গেলেন পেসার

ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে ধাক্কা অস্ট্রেলিয়া দলে। চোটের কারণে ছিটকে গিয়েছেন দলের পেসার। শেষ মুহূর্তে বদল করতে হয়েছে দলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৩ ১৭:৫৫
Australian team

অস্ট্রেলিয়া ক্রিকেট দল। —ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে ধাক্কা অস্ট্রেলিয়া দলে। চোটের কারণে ছিটকে গেলেন পেসার জশ হ্যাজ়লউড। শেষ মুহূর্তে দলে বদল করেছে অস্ট্রেলিয়া। হ্যাজ়লউডের বদলে দলে নেওয়া হয়েছে মাইকেল নেসেরকে।

অনেক দিন ধরেই গোড়ালির চোটে ভুগছেন হ্যাজ়লউড। আইপিএলে আরসিবির হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি। প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই দেশে ফিরে গিয়েছিলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার ১৫ জনের দলে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পুরনো চোটে আবার সমস্যায় পড়েছেন হ্যাজ়লউড। সেই কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।

Advertisement

হ্যাজ়লউডের বদলে ছন্দে থাকা অলরাউন্ডার নেসেরকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। স্কট বোলান্ডের জায়গায় প্রথম একাদশেও সুযোগ পেতে পারেন তিনি। চলতি বছর কাউন্টিতে গ্ল্যামারগনের হয়ে ১৯টি উইকেট নিয়েছেন নেসের। সাসেক্সের বিরুদ্ধে শতরানও করেছেন। সেই কারণেই সুযোগ পেয়েছেন তিনি।

৭ জুন থেকে ওভালে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামছে অস্ট্রেলিয়ার। এ বারই প্রথম ফাইনালে উঠেছে তারা। ভারতের বিরুদ্ধে কঠিন লড়াই হবে বলেই মনে করছেন কামিন্স। সেই কারণে বেশ কিছু দিন আগে থেকে পুরোদমে অনুশীলন শুরু করেছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন