India vs South Africa

কেপ টাউনে ৬ উইকেট নিলেন বুমরা, ৮২৩৭ কিলোমিটার দূরে আনন্দে মাতল আর এক জন

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দারুণ বল করেছেন যশপ্রীত বুমরা। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে একার হাতে ধসিয়ে দিয়েছেন তিনি। সেই বোলিং দেখল ৮২৩৭ কিলোমিটার দূরে বসে থাকা একজন। কে সে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ ১৭:৪৪
cricket

উইকেট নিয়ে বুমরার উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দারুণ বল করেছেন যশপ্রীত বুমরা। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে একার হাতে ধসিয়ে দিয়েছেন তিনি। ৬১ রানে ৬ উইকেট নিয়েছেন। সেই বোলিং দেখল ৮২৩৭ কিলোমিটার দূরে বসে থাকা তাঁর ছেলে অঙ্গদ। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন বুমরার স্ত্রী সঞ্জনা।

Advertisement

টেস্ট জীবনে নবম বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন বুমরা। বুধবার এক উইকেট নেওয়ার পর বৃহস্পতিবার সকালে চার উইকেট নেন তিনি। এডেন মার্করাম বাদে দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা তাঁর বল খেলতে পারেননি। বুধবার দিনের শেষ পর্বে ট্রিস্টান স্টাবসকে আউট করেন বুমরা। বৃহস্পতিবার দিনের প্রথম ওভারেই ফেরান ডেভিড বেডিংহ্যামকে। এর পর কাইল ভেরেন, মার্কো জানসেন এবং কেশব মহারাজকে আউট করেন তিনি। শেষ দিকে হারান নান্দ্রে বার্গারকে।

বুমরার স্ত্রীর পোস্ট করা সেই ছবি।

বুমরার স্ত্রীর পোস্ট করা সেই ছবি। ছবি: ইনস্টাগ্রাম

সঞ্জনা এ দিন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। দেখা যাচ্ছে, ছেলে অঙ্গদ টিভি দেখছেন। সেখানে বুমরার বোলিং চলছে। সঞ্জনা ক্যাপশনে লিখেছেন, ‘ফাইভ ফর ড্যাড’। অর্থাৎ বুমরার পাঁচ শিকারকেই বোঝাতে চেয়েছেন তিনি।

গত বছরের ৪ সেপ্টেম্বর বুমরা এবং সঞ্জনার ছেলে অঙ্গদের জন্ম হয়। সে সময় ভারতীয় দলের হয়ে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে ব্যস্ত ছিলেন। সেখান থেকে অল্প সময়ের জন্য দেশে ফেরেন স্ত্রীর পাশে থাকতে।

Advertisement
আরও পড়ুন