Sourav Ganguly

IPL: ইডেনে পুরোদমে আইপিএল, আগামী বছর কেকেআরের ন’টি হোম ম্যাচই কলকাতায়

আগামী বছর থেকেই চেনা ছন্দে ফিরবে আইপিএল। হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতেই হবে লিগ পর্বের খেলা। ১০টি ফ্র্যাঞ্চাইজিই নিজেদের শহরে খেলার সুযোগ পাবে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৯:০৪
আগামী বছর এরকমই মেজাজে দেখা যাবে ইডেনকে।

আগামী বছর এরকমই মেজাজে দেখা যাবে ইডেনকে। ফাইল চিত্র

আগামী বছর থেকেই চেনা ছন্দে ফিরবে আইপিএল। হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতেই হবে লিগ পর্বের খেলা। ১০টি ফ্র্যাঞ্চাইজিই নিজেদের শহরে খেলার সুযোগ পাবে। জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ, সামনের বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ন’টি হোম ম্যাচই হবে ইডেনে।

আইপিএলে ক্রিকেটের মান বৃদ্ধির পাশাপাশি দর্শকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির কথাও মাথায় রাখছেন বোর্ড কর্তারা। করোনার আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবন। ক্রিকেটেও আবার ফিরছে চেনা ছন্দ। পুরনো ফরম্যাটে ফিরলে আইপিএল নিয়ে সাধারণ ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আকাশছোঁয়া হবে বলেই মনে করেন বোর্ড কর্তারা।

Advertisement

সৌরভ বলেছেন, ‘‘আমরা ক্রিকেটের সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করছি। পরিকাঠামোর প্রচুর উন্নতি হচ্ছে। দর্শক স্বাচ্ছন্দ্যের কথাও মাথায় রাখছি। কয়েকটা নতুন স্টেডিয়াম তৈরি হবে। সারা দেশেই ব্যাপক ভাবে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। কয়েকটি পুরনো স্টেডিয়ামকে আগামী আইপিএলে নতুন চেহারায় দেখতে পাওয়া যাবে।’’

বিসিসিআই সভাপতি জানিয়েছেন, গত দু’বছর করোনার জন্য ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারেননি তাঁরা। তিনি বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য ছিল সুষ্ঠু ভাবে প্রতিযোগিতা আয়োজন করা। এ বার কলকাতা এবং আমদাবাদে যথেষ্ট উন্মাদনা ছিল প্রতিযোগিতার শেষ পর্ব ঘিরে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন