IPL 2023

আইপিএলের প্রথম দিকেই কলকাতায় আসবেন কোহলি, বেঙ্গালুরুর ম্যাচ কবে, কাদের সঙ্গে?

আগামী আইপিএলে ঘরের মাঠে টানা কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবে বেঙ্গালুরু। আবার টানা কয়েকটি অ্যাওয়ে ম্যাচও খেলতে হবে কোহলিদের। প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের সামনে তাঁরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৭
picture of virat kohli

আগামী আইপিএলে কোহলিদের প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ। ফাইল ছবি।

আগামী আইপিএলে বিরাট কোহলিরা প্রথম মাঠে নামবেন ২ এপ্রিল। ঘরের মাঠে প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় ম্যাচেই বেঙ্গালুরু মুখোমুখি হবে কলকাতার। ৬ এপ্রিলের ম্যাচ হবে কলকাতার ইডেনে।

বাকি দলগুলির মতো বেঙ্গালুরুও লিগ পর্বে খেলবে মোট ১৪টি ম্যাচ। ১০ এপ্রিল নিজেদের ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে বেঙ্গালুরু। টানা তিনটি ম্যাচ ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছেন কোহলিরা। ১৫ এপ্রিল ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে বেঙ্গালুরু। তার পর ১৭ এপ্রিলও ঘরের মাঠেই মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবেন কোহলিরা। ২০ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ। আবার পর পর দু’টি ম্যাচ ঘরের মাঠে খেলবে বেঙ্গালুরু। ২৩ এবং ২৬ এপ্রিল বেঙ্গালুরুর ম্যাচ যথাক্রমে রাজস্থান এবং কলকাতার বিরুদ্ধে। ১১ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। ৬ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলা দিল্লিতে। ৯ মে মুম্বইয়ের মাঠে রোহিতদের মুখোমুখি হবেন কোহলিরা। ১৪ মে রাজস্থানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ বেঙ্গালুরুর। ১৮ মে হায়দরাবাদে গিয়ে কোহলিদের খেলতে হবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

Advertisement
আইপিএলে আরসিবির সূচি।

আইপিএলে আরসিবির সূচি। গ্রাফিক: শৌভিক দেবনাথ

২১ মে ঘরের মাঠে কোহলিদের শেষ প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্স। গ্রুপ ‘বি’-তে বেঙ্গালুরুর সঙ্গে রয়েছে চেন্নাই, পঞ্জাব, হায়দরাবাদ এবং গুজরাত।

Advertisement
আরও পড়ুন