India vs South Africa

আবার চোট পেলেন মায়াঙ্ক, দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষিত, দলে কেকেআরের তিন ক্রিকেটার

অস্ট্রেলিয়া সিরিজ়ের দল ঘোষণার দিনেই আরও একটি দল ঘোষণা করল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিছু দিন পরেই চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে যাবে ভারত। সেই সফরের দল ঘোষিত হল। চোট পেয়ে ছিটকে গিয়েছেন মায়াঙ্ক যাদব।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ২২:৪৩
cricket

সূর্যকুমার যাদব। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া সিরিজ়ের দল ঘোষণার দিনেই আরও একটি দল ঘোষণা করল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিছু দিন পরেই চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে যাবে ভারত। সেই সফরের দল ঘোষিত হল। চোট পেয়ে ছিটকে গিয়েছেন মায়াঙ্ক যাদব। দলে কেকেআরের আরও এক ক্রিকেটার সুযোগ পেয়েছেন। মোট তিন ক্রিকেটার সুযোগ পেলেন।

Advertisement

আইপিএলে বলের গতির কারণে নজরে এসেছিলেন মায়াঙ্ক। প্রতিযোগিতার মাঝেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘ দিন কাটানোর পর ফিরেছিলেন বাংলাদেশ সিরিজ়ে। আবার চোট পেয়েছেন তিনি। এ দিন বোর্ড বিবৃতিতে জানিয়েছে, মায়াঙ্ক এবং শিবম দুবেকে চোটের কারণে দলে নেওয়া হয়নি। পাশাপাশি, ডান কাঁধের চোটের জন্য এই মুহূর্তে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে রয়েছেন রিয়ান পরাগ। তাঁকেও দলে নেওয়া যায়নি।

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরি‌জ়ে যে দল খেলেছিল তাঁদের প্রায় সবাইকেই ধরে রাখা হয়েছে। তবে নতুন সংযোজন রমনদীপ সিংহ। এমার্জিং কাপের দলে ছিলেন তিনি। এ বার টি-টোয়েন্টি দলেও সুযোগ পেলেন। মায়াঙ্কের বদলে আরসিবি-র পেসার বিজয়কুমার বিশাক সুযোগ পেয়েছেন। এমার্জিং কাপে ভারতের অধিনায়ক তিলক বর্মাও সুযোগ পেয়েছেন দলে।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সেগুলি হবে ডারবান (৮ নভেম্বর), কেবেরহা (১০ নভেম্বর), সেঞ্চুরিয়ন (১৩ নভেম্বর) এবং জোহানেসবার্গে (১৫ নভেম্বর)।

দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রমনদীপ সিংহ, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ, বিজয়কুমার বিশাক, আবেশ খান এবং যশ দয়াল।

আরও পড়ুন
Advertisement