ICC Champions Trophy 2025

পন্থের খেলার সম্ভাবনা কম! চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েছেন ১৫ জন ক্রিকেটার। মাঠে নামতে পারবেন ১১ জন। সাজঘরে থাকতে হবে বাকি চার জনকে। দলের ব্যাটিং গভীরতা এবং বোলিং বৈচিত্রের কথা মাথায় রাখা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১০:০৯
picture of Rishabh Pant

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা সম্পন্ন। প্রধান নির্বাচক অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন জসপ্রীত বুমরাহের ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। তবু তাঁকে দলে রাখা হয়েছে ফিট হয়ে যাবেন ধরে নিয়ে। দলে ব্যাটিং, বোলিংয়ে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে। রয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণও। ১৫ জনের মধ্যে কোন ১১ জন খেলবেন ভারতের জার্সি গায়ে? দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাব্য একাদশ।

Advertisement

টপ অর্ডার: অধিনায়ক রোহিত এক দিনের ক্রিকেটেও ওপেন করেন। সহ-অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। স্বাভাবিক ভাবে দু’জনেই থাকবেন প্রথম একাদশে। তাঁরাই দলের ইনিংস শুরু করবেন। তিন নম্বর জায়গা নিয়ে সংশয় থাকার কথা নয়। ভারতীয় দলে এখনও বিরাট কোহলির কোনও বিকল্প নেই।

মিডল অর্ডার: ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বরে দেখা যেতে পারে শ্রেয়স আয়ারকে। গত এক দিনের বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করে সাফল্য পেয়েছিলেন শ্রেয়স। ঘরোয়া ক্রিকেটেও ফর্মে রয়েছেন। তাই তাঁকেই দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ চার নম্বরে। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে খেলতে পারেন লোকেশ রাহুল। তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন গত এক দিনের বিশ্বকাপের মতো। আবার দ্রুত একাধিক উইকেট পড়ে গেলে রাহুল পরিস্থিতি সামলাতে পারবেন। ঋষভ পন্থকে সে ক্ষেত্রে সম্ভবত সাজঘরে বসতে হবে।

অলরাউন্ডার: প্রথম একাদশে তিন জন অলরাউন্ডার থাকতে পারেন। ব্যাটিং অর্ডারের ছয়, সাত এবং আট নম্বরে পর পর আসতে পারেন হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর। শনিবার রোহিত বলেছেন, যে অলরাউন্ডারেরা দলে রয়েছেন, তাঁরা বিশেষজ্ঞ ব্যাটার বা বিশেষজ্ঞ বোলার হিসাবে খেলতে পারেন। এতে দলের ব্যাটিংয়ের গভীরতা বৃদ্ধি পাবে। আবার বোলিংয়েরও বৈচিত্র বাড়বে। দলের ভারসাম্য বৃদ্ধির জন্য তিন অলরাউন্ডার থাকবেন প্রথম একাদশে।

বোলার: প্রথম একাদশের শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের জন্য। জসপ্রীত বুমরা খেলতে পারবে ধরে নেওয়া যায়। চিকিৎসকদের ইতিবাচক ইঙ্গিত না থাকলে তাঁকে দলে রাখা হত না। তাঁর খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই। নতুন বলে তাঁর সঙ্গী হবেন মহম্মদ শামি। বিশেষজ্ঞ স্পিনার হিসাবে থাকবেন কুলদীপ যাদব। ব্যাটিং অর্ডারের ন’নম্বরে নামবেন কুলদীপ। তাঁর পর ১০ নম্বরে শামি এবং শেষে বুমরাহ ব্যাট করতে নামবেন।

হার্দিক বা বুমরাহ ১০ ওভার বল করতে না পারলে ছ’জন বোলার প্রয়োজন হবে। বা কেউ মার খেয়ে গেলেও সমস্যা হতে পারে। তাই এমন ছ’জন ক্রিকেটার দলে থাকবেন, যাঁরা বল করতে পারেন। অলরাউন্ডার বেশি থাকায় দলের আট নম্বর পর্যন্ত ব্যাটারও থাকবে। ভারতীয় দলের ম্যাচগুলি হবে দুবাইয়ে। তাই তিন স্পিনার থাকা অস্বাভাবিক নয়।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ।

Advertisement
আরও পড়ুন