Paragliding Goa

হিমাচলের পর গোয়া, প্যারাগ্লাইডিংয়ের সময় পাহাড়ে ধাক্কা! এক পর্যটক ও প্রশিক্ষকের মৃত্যু

উত্তর গোয়ায় বেড়াতে গিয়েছিলেন পুণের বাসিন্দা শিবানী দাবলে। কেরি গ্রামের কাছ থেকে প্যারাগ্লাইডিং করা শুরু করেন। তাঁর প্রশিক্ষক ছিলেন সুমল নেপালি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৫
প্যারাগ্লাইডিংয়ের সময় মৃত্যু পর্যটকের। প্রতিনিধিত্বমূলক ছবি।

প্যারাগ্লাইডিংয়ের সময় মৃত্যু পর্যটকের। প্রতিনিধিত্বমূলক ছবি।

‘অ্যাডভেঞ্চার স্পোর্টস’-এর টানে পর্যটকের হিমাচলপ্রদেশ এবং গোয়ায় ছুটে যান। কিন্তু সেই ‘অ্যাডভেঞ্চার স্পোর্টস’-এই পর পর মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। দুই রাজ্যে শনিবার চার পর্যটকের মৃত্যু হয়েছে।

Advertisement

উত্তর গোয়ায় বেড়াতে গিয়েছিলেন পুণের বাসিন্দা শিবানী দাবলে। কেরি গ্রামের কাছ থেকে প্যারাগ্লাইডিং করা শুরু করেন। তাঁর প্রশিক্ষক ছিলেন সুমল নেপালি। ওড়ার কিছু ক্ষণের মধ্যে কেরি উপত্যকায় পাহাড়ে গিয়ে ধাক্কা মারে প্যারাশুট। তার পরই দু’জনের মৃত্যু হয়। গ্রামবাসীরাই দু’জনকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। শিবানী এবং সুমলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, শিবানী যে ‘অ্যাডভেঞ্চার স্পোর্টস’ সংস্থায় প্যারাগ্লাইডিং করছিলেন, সেটি সম্পূর্ণ বেআইনি। ওই সংস্থার প্যারাগ্লাইডিংয়ের কোনও লাইসেন্সও নেই। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ওই সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে। মানদ্রেম থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে ওই সংস্থার মালিক শেখর রায়জাদার বিরুদ্ধে।

শনিবারই হিমাচলের কাংড়া এবং কুলুতে দুই পর্যটকের মৃত্যু হয় প্যারাগ্লাইডিয়ের সময়। তাঁদের দুই প্রশিক্ষকদের অবস্থাও সঙ্কটজনক।

Advertisement
আরও পড়ুন