Sanju Samson

এক লাইনের বার্তা পাঠিয়ে দায় সেরেছিলেন, সেই কারণেই কি ‘অবাধ্য’ সঞ্জুকে শাস্তি দিল বোর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। একটি দলেও নেই সঞ্জু স্যামসন। অবাধ্যতার কারণেই কি শাস্তি পেতে হচ্ছে তাঁকে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১০:৩৮
cricket

সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

বিতর্কের কেন্দ্রে সঞ্জু স্যামসন। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। একটি দলেও নেই সঞ্জু। অবাধ্যতার কারণেই কি শাস্তি পেতে হচ্ছে তাঁকে?

Advertisement

গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে জোড়া শতরান করেছিলেন সঞ্জু। তার পরে অনেকে মনে করেছিলেন, এক দিনের দলেও জায়গা হতে পারে তাঁর। কিন্তু তার পরেই বিতর্কে জড়িয়েছেন সঞ্জু। বিজয় হজারে ট্রফি খেলেননি তিনি। তাঁর এই কাজ ভাল ভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

সঞ্জুর উপর বিরক্ত তাঁর রাজ্য ক্রিকেট সংস্থাও। কেরল ক্রিকেট সংস্থার সভাপতি জয়েশ জর্জ বলেন, “আমি জানি না সঞ্জু বিজয় হজারে খেলেনি বলেই ওকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের বাইরে রাখা হল কি না। কিন্তু বিজয় হজারেতে ও যা করছে সেটা ভাল কাজ নয়। এক লাইনের বার্তা পাঠিয়ে সঞ্জু জানিয়েছে ও খেলতে পারবে না। ওকে অধিনায়ক হিসাবে ধরে রেখেছিলাম আমরা। সে ভাবেই দল ঘোষণা করা হয়েছিল। হঠাৎ ও জানাল যে খেলতে পারবে না।”

জয়েশের মতে, সঞ্জুর মাথায় রাখা উচিত, কেন তিনি জাতীয় দলে সুযোগ পেয়েছেন। রাজ্যের হয়ে ভাল খেলার জন্যই নজরে পড়েছেন তিনি। সেই রাজ্য দলকে তাঁর অবহেলা করা উচিত হয়নি বলে মনে করেন জয়েশ। তিনি বলেন, “সঞ্জু তো কেরলের হয়ে ভাল খেলার জন্যই জাতীয় দলে সুযোগ পেয়েছে। সেটা ওর ভোলা উচিত হয়নি। ও চাইলে প্রস্তুতি শিবিরে না-ও আসতে পারত। ওকে তো আর পরীক্ষায় বসতে হবে না। ও সরাসরি ম্যাচ খেলত। কিন্তু সেটাও করল না।”

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে গিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক প্রধান অজিত আগরকর অবশ্য জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে এমন কোনও নিয়ম নেই। কিন্তু সুযোগ পেলে প্রত্যেকের ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। তাতে ঘরোয়া ক্রিকেটেরই উন্নতি হবে।

Advertisement
আরও পড়ুন