জয়ের পর ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল। ছবি: টুইটার
অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপে গ্রুপের তৃতীয় ম্যাচেও অনায়াসে জয় পেল ভারত। বুধবার তারা স্কটল্যান্ডকে হারাল ৮৩ রানে। গ্রুপ শীর্ষে থেকেই শেষ করল শেফালি বর্মার দল। সুপার সিক্সে তারা খেলবে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শেফালি। আগের দুই ম্যাচে ভাল খেলা শ্বেতা সেহরাওয়াতকে এ দিন শুরুতে নামানো হয়নি। বদলে ওপেনার হিসাবে নামেন গোঙ্গাডি তৃষা। ওপেনিংয়ে নেমে ভালই খেলেন তিনি। ৫১ বলে ৫৭ রান করেন। তবে শেফালি রান পাননি। তিনি এক রানে ফেরেন। সোনিয়া মেন্ধিয়া ফেরেন ৬ রান করে। ৩৪ রানে দুই উইকেট হারিয়ে এক সময় চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে তৃষার সঙ্গে হাল ধরেন বাংলার রিচা ঘোষ।
Congratulations #TeamIndia - so proud of the talent we're nurturing.
— Jay Shah (@JayShah) January 18, 2023
G. Trisha scored a 57, S. Sehrawat smashed 31*(10) & M. Kashyap took 4 wickets! 🥳
Making it to the Super Six with such a magnificent margin win shows your potential 🙌 @BCCIWOMEN #U19T20WorldCup #INDvSOC pic.twitter.com/IlMCpJ1vf5
তৃতীয় উইকেটে দু’জনে মিলে ৭০ রান যোগ করেন। ৩৫ বলে ৩৩ করে আউট হন রিচা। শেষ দিকে বাংলার ঋষিতা বসু এবং শ্বেতার দাপটে দেড়শোর কাছাকাছি পৌঁছে যায় ভারত। নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৪৯ তোলে তারা। জবাবে স্কটল্যান্ডের দুই ওপেনার বাদে আর কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। অ্যালিসা লিস্টার ১৪ এবং ডার্সি কার্টার ২৪ রান করেন। ভারতের মন্নত কাশ্যপ ১২ রানে চার উইকেট নিয়েছেন। তিনটি উইকেট অর্চনা দেবীর। দু’টি উইকেট সোনম যাদবের।
আগামী শনিবার, ২১ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। পরের দিনই তারা নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। দু’টি ম্যাচেই জিতলে সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত হবে।