Varun Chakravarthy on Test Cricket

‘হয়তো কোনও দিন টেস্ট খেলতে পারব না,’ কারণও নিজেই জানালেন কেকেআরের বরুণ

ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটের দু’টি ফরম্যাটেই অভিষেক হয়েছে বরুণ চক্রবর্তীর। টেস্টও খেলতে চান তিনি। কিন্তু বরুণের আশঙ্কা, দেশের হয়ে হয়তো কোনও দিনই টেস্ট খেলতে পারবেন না তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৭:০৮
cricket

বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।

প্রথমে টি-টোয়েন্টি, তার পরে এক দিনের ক্রিকেট। ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটের দু’টি ফরম্যাটেই অভিষেক হয়েছে বরুণ চক্রবর্তীর। দু’টি ফরম্যাটেই নজর কেড়েছেন তিনি। ভারতের হয়ে টেস্টও খেলতে চান বরুণ। কিন্তু তাঁর আশঙ্কা, দেশের হয়ে হয়তো টেস্ট কোনও দিনই খেলতে পারবেন না তিনি। হতাশা ঝরে পড়েছে স্পিনারের গলায়।

Advertisement

কয়েক দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। সেই জয়ে বড় ভূমিকা নিয়েছেন বরুণ। মাত্র তিনটি ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। দেশের হয়ে প্রথম আইসিসি ট্রফি জিতে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন বরুণ। তিনি বলেন, “আমার টেস্ট খেলার ইচ্ছা আছে। কিন্তু আমার বোলিংয়ের ধরন টেস্টের মতো নয়। তাই হয়তো কোনও দিন ভারতের হয়ে টেস্ট খেলতে পারব না।”

কেন তাঁর বোলিং লাল বলের উপযোগী নয়, তার ব্যাখ্যাও দিয়েছেন বরুণ। ভারতীয় স্পিনার বলেন, “আমার বল অনেকটা মিডিয়াম পেসের মতো। টেস্ট ক্রিকেটে টানা ২০-৩০ ওভার বল করার ক্ষমতা থাকতে হয়। সেটা আমার নেই। আমি জোরে বল করি। তাই সর্বোচ্চ ১০-১৫ ওভার বল করতে পারি। তাই আমি টি-টোয়েন্টি ও এক দিনের ক্রিকেটের দিকেই নজর দিচ্ছি।”

আপাতত জাতীয় দলের হয়ে খেলা শেষ। এ বার সামনে আইপিএল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নামবেন বরুণ। গত বার কেকেআরের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছিলেন তিনি। কেকেআরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন। তাই তাঁকে ধরে রেখেছে কেকেআর। এ বার আরও বড় দায়িত্ব তাঁর কাঁধে। কারণ, দেশের জার্সিতেও ভাল খেলেছেন তিনি। বরুণ এখন শুধু আইপিএলের দিকে মন দিচ্ছেন। ভাল ফর্ম কেকেআরের হয়েও ধরে রাখতে চান তিনি।

Advertisement
আরও পড়ুন