Wagon Test

বালিগঞ্জ এবং রানাঘাট স্টেশনে ওয়াগন পরীক্ষার বিশেষ ব্যবস্থা 

বালিগঞ্জ স্টেশন সংলগ্ন অংশে দু’টি বেসরকারি সংস্থার ওয়াগন কারখানা রয়েছে। ওই দুই সংস্থার নির্মিত ওয়াগনের প্রধান ক্রেতাই হল ভারতীয় রেল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০৮:১৫
সমস্যার অনেকটা সুরাহা হবে বলে রেল সূত্রের খবর।

সমস্যার অনেকটা সুরাহা হবে বলে রেল সূত্রের খবর। —প্রতীকী চিত্র।

মালগাড়ির ওয়াগন পরীক্ষার জন্য বালিগঞ্জ এবং রানাঘাট স্টেশনে বিশেষ ব্যবস্থা চালু করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। এত দিন ওই সব ওয়াগন পরীক্ষা করার জন্য নৈহাটি নিয়ে যেতে হত বলে রেল সূত্রের খবর। এর ফলে খালি ওয়াগনের রেক নিয়ে যাওয়ার জন্য আলাদা করে সময় নির্ধারণ করতে হত। পাশাপাশি ভাবার বিষয় ছিল যে, কখন রেললাইন তুলনামূলক ভাবে ফাঁকা থাকবে। এ সবের ফলে সব রকম যাত্রিবাহী ট্রেন ছাড়াও মালগাড়ির ক্ষেত্রেও সময়ানুবর্তিতা রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত।

Advertisement

কিন্তু নতুন ব্যবস্থায় ওই সমস্যার অনেকটা সুরাহা হবে বলে রেল সূত্রের খবর। বালিগঞ্জ স্টেশন সংলগ্ন অংশে দু’টি বেসরকারি সংস্থার ওয়াগন কারখানা রয়েছে। ওই দুই সংস্থার নির্মিত ওয়াগনের প্রধান ক্রেতাই হল ভারতীয় রেল। ওই কারখানায় সদ্য তৈরি হত যে সব ওয়াগন, সেগুলি রেলের কাজে লাগানোর আগে এত দিন নৈহাটিতে নিয়ে গিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হত। তাতে অনেকটা সময় লেগে যেত। নতুন ব্যবস্থায় বালিগঞ্জ স্টেশনের আট নম্বর লাইনে ওই কাজ করা যাবে। তৈরি ওয়াগন পরীক্ষা-নিরীক্ষার পরে ছাড়পত্র পেলে তা অন্যত্র পাঠানো হবে।

এর পাশাপাশি, রানাঘাটেও চালু এবং ব্যবহৃত ওয়াগন পরীক্ষা করার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ফলে পণ্য পরিবহণের কাজে সুরক্ষা তৎপরতা বাড়বে। এতে সময়ও অনেকটাই সাশ্রয় হবে বলে জানাচ্ছেন রেলের আধিকারিকেরা। তাতে সার্বিক পণ্য পরিবহণ ব্যবস্থারও উন্নতি ঘটবে। ট্রেন চলাচল মসৃণ করার ক্ষেত্রে নতুন এই উদ্যোগ বিশেষ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম।

Advertisement
আরও পড়ুন