Ravichandran Ashwin

৫ রেকর্ড: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে গড়তে পারেন অশ্বিন

১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু ভারতের। দুই টেস্টের সিরিজ়ে পাঁচটি রেকর্ড গড়তে পারেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৩
cricket

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

তিন দিন পরেই দেশের মাটিতে খেলতে নামছে ভারত। ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে শুরু টেস্ট সিরিজ়। দুই টেস্টের সিরিজ়ে পাঁচটি রেকর্ড গড়তে পারেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট— বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৫টি টেস্টে ১৭৪টি উইকেট নিয়েছেন অশ্বিন। এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট নেথান লায়নের দখলে। ১৮৭টি উইকেট নিয়েছেন তিনি। অর্থাৎ, বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্টে ১৪টি উইকেট নিলেই লায়নকে টপকে শীর্ষে পৌঁছে যাবেন অশ্বিন।

২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট— বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সাইকেলে ৪২টি উইকেট নিয়েছেন অশ্বিন। এখন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার তিনি। এখন সর্বাধিক উইকেট অস্ট্রেলিয়ার জশ হেজ়লউডের। তাঁর ৫১টি উইকেট টপকাতে আর মাত্র ১০টি উইকেট দরকার অশ্বিনের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট— বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৪টি টেস্টে ১০ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। লায়নেরও ১০ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে এক বার পাঁচ উইকেট নিলেই সবচেয়ে বেশি ১১ বার এই কীর্তি করবেন অশ্বিন।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট— বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ভারতীয় বোলারদের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট জাহির খানের দখলে। ভারতীয় পেসার ৩১টি উইকেট নিয়েছেন। অশ্বিনের রয়েছে ২৩টি উইকেট। আর ন’টি উইকেট নিলেও জাহিরকে টপকে যাবেন তিনি।

ভারতের মাটিতে সর্বাধিক উইকেট— ভারতের মাটিতে এখন সর্বাধিক উইকেটের মালিক অনিল কুম্বলে। ৪৭৬টি উইকেট নিয়েছেন তিনি। ১২৬টি আন্তর্জাতিক ম্যাচে ৪৫৫টি উইকেট নিয়েছেন অশ্বিন। আর ২২টি উইকেট নিলেই কুম্বলেকে টপকে যাবেন অশ্বিন।

আরও পড়ুন
Advertisement