India Pakistan Conflct

চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়িয়ে ভারত-পাক দ্বন্দ্বের আঁচ অন্য খেলাতেও, বাড়ছে জটিলতা, হাতছাড়া হতে পারে বড় সুযোগ

খেলার মাঠে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব আর শুধু ক্রিকেটে আটকে থাকছে না। দৃষ্টিহীনদের ক্রিকেট, স্ক্র্যাবলের মতো ভিডিয়ো গেমেও আঁচ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:৩৩
picture of Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফি। —ফাইল চিত্র।

খেলার মাঠে ভারত-পাকিস্তান বিরোধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই শুধু আটকে থাকছে না দু’দেশের বিরোধ। রোহিত শর্মা, বাবর আজ়মদের ক্রিকেট ছাড়িয়ে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট এবং এশীয় যুব স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপেও দু’দেশের লড়াইয়ের আঁচ পড়েছে। এর ফলে দৃষ্টিহীনদের বিশ্বকাপে বড় সুযোগ হাতছাড়া হতে পারে ভারতের।

Advertisement

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিতদের পাকিস্তানে পাঠাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই বিষয়টি জানিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের (পিসিবি) ভারতের অবস্থান জানিয়েছেন আইসিসি কর্তারা। তার পর থেকেই জটিলতা বৃদ্ধি পেতে শুরু করেছে। বিরোধের আবহ তৈরি হচ্ছে বিভিন্ন খেলায়।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ভারতীয় দলকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক অনুমতি দিলেও বিদেশমন্ত্রক ছাড়পত্র দেয়নি এখনও। বিদেশমন্ত্রকের ছাড়পত্র ছাড়া ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দলের পক্ষে বিশ্বকাপে অংশগ্রহণ করা সম্ভব নয়। এ বার চ্যাম্পিয়ন হতে পারলে, ভারতীয় দল বিশ্ব জয়ের হ্যাটট্রিক করত। সেই সুযোগ সম্ভবত পাবেন না দৃষ্টিহীন ক্রিকেটারেরা। চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান উত্তেজনা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে দৃষ্টিহীন ক্রিকেটারদেরও পাকিস্তানে নাও পাঠাতে পরে কেন্দ্রীয় সরকার।

দৃষ্টিহীনদের বিশ্বকাপ নিয়ে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (পিবিসিসি) অবশ্য কড়া অবস্থান নিচ্ছে। পিবিসিসি চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ জানিয়েছেন, ভারতীয় দলের সকলের ভিসা মঞ্জুর করেছে পাকিস্তান। ভারত সরকারের নীতির জন্য ওরা সমস্যায় পড়েছে। তিনি বলেছেন, ‘‘সব দেশ পাকিস্তানে আসছে বিশ্বকাপ খেলতে। যদি কোনও একটা দেশ না আসে, তা হলে আমাদের প্রস্তুতি বা আয়োজনে কোনও সমস্যা হবে না। আমরা তাদের ছাড়াই প্রতিযোগিতা আয়োজন করব।’’ অন্য দিকে, ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড ইন ইন্ডিয়ার (সিএবিআই) সচিব বলেছেন, ‘‘আমরা ১৫ দিন ধরে ছাড়পত্রের জন্য অপেক্ষা করছি। সরকার আমাদের এখনও ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেনি। ২০১৪ সালে আমাদের শেষ বার পাকিস্তান সফর করেছে। ২০১৮ সালে আমাদের পাকিস্তানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। আবার ২০২৩ সালে পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসেনি।’’ কেন্দ্রের সিদ্ধান্তের উপর বিশ্বকাপে অংশগ্রহণ নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের খেলোয়াড়দেরও নাকি ভারতে আসতে দিতে চাইছে না নয়াদিল্লি। এমনই অভিযোগ পাকিস্তান স্ক্র্যাবল অ্যাসোসিয়েশনের (পিএসএ)। দু’টি প্রতিযোগিতার জন্য পাকিস্তানের অধিকাংশ খেলোয়াড়ের ভিসার আবেদন মঞ্জুর করা হয়নি বলে অভিযোগ পিএসএ কর্তাদের। এশীয় যুব স্ক্র্যাবল (ভিডিয়ো গেম) চ্যাম্পিয়নশিপ এবং দিল্লি কাপে অংশ নিতে আসার কথা ছিল পাকিস্তানের বেশ কয়েক জন খেলোয়াড়ের। পিএসএর এক কর্তা পাকিস্তানের এক সংবাদমাধ্যমে দাবি করেছেন, তাঁদের খেলোয়াড়দের অংশগ্রহণে বাধা তৈরি করা হচ্ছে। ভারতীয় দূতাবাস খেলোয়াড়দের ভিসা দিতে অযথা দেরি করছে। বিষয়টিকে হতাশাজনক বলেও মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য, ২০৩৬ সালে ভারতের অলিম্পিক্স আয়োজনের দাবির বিরোধিতা করবে বলে ইতিমধ্যেই জানিয়েছে পাকিস্তানের অলিম্পিক্স সংস্থা। সব মিলিয়ে ক্রিকেট কূটনীতির আঁচ পড়তে শুরু করেছে অন্য খেলাগুলিতেও।

আরও পড়ুন
Advertisement