Kangana Ranaut

‘ভারতের কালো অধ্যায়,’ কঙ্গনার ‘ইমার্জেন্সি’র প্রথম প্রদর্শন দেখে প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ীর

‘ইমার্জেন্সি’ মুক্তির আগে একটি বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন কঙ্গনা। তা-ও আবার নাগপুরে। আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ীকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৮:১৯
কঙ্গনার ছবি দেখে কী বললেন নীতীন গড়কড়ী/

কঙ্গনার ছবি দেখে কী বললেন নীতীন গড়কড়ী/ গ্রাফিক-আনন্দবাজার অনলাইন।

দীর্ঘ জটিলতার পর মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। ছবিটির মুক্তি নির্বিঘ্ন করতে কালঘাম ছুটেছিল অভিনেত্রী। ১৭ জানুয়ারি ছবি মুক্তি পেলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তিনি। এ ছবির পরিচালনা, চিত্রনাট্য, প্রযোজনা কঙ্গনা নিজেই করেছেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেও তিনি নিজেই অভিনয় করেছেন। ছবি মুক্তির আগে বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন কঙ্গনা তা-ও আবার নাগপুরে। আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ীকে।

Advertisement

ছবি দেখার পর নিজের এক্স হ্যান্ডেলে নীতীন লিখেছেন, “ভারতের ইতিহাসের কালো অধ্যায়কে সততার সঙ্গে উৎকৃষ্ট ভাবে উপস্থাপন করার জন্য মন থেকে পরিচালক এবং ছবির সমস্ত অভিনেতাদের ধন্যবাদ জানাচ্ছি। ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় তুলে ধরা হয়েছে এই ছবিতে। সকলকে এই ছবি দেখার জন্য অনুরোধ করছি।’

কঙ্গনার এই ছবি নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছিল শিরোমণি অকালি দল। যার ফলে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয় কঙ্গনাকে। ছবি থেকে বেশ কিছু দৃশ্য বাদও দিতে হয়েছে কঙ্গনাকে। সব মিলিয়ে প্রথম পরিচালনা করতে গিয়ে ভালই বেগ পেতে হয়েছে তাঁকে। তাই আগামী দিনে আর রাজনৈতিক ছবি তৈরির কথা ভাবছেন না কঙ্গনা।

Advertisement
আরও পড়ুন