BGT 2024-25

কনস্টাসকে দু’ওভারে ছ’-সাত বার আউট করতে পারতাম! দু’টি ছক্কা, চারটি চার খেয়ে বলছেন বুমরাহ

স্যাম কনস্টাসের কাছে মার খেয়েছেন জসপ্রীত বুমরাহ। তার পর তিনি জানিয়ে দিলেন, প্রথম দু’ওভারের মধ্যেই পাঁচ-ছ’বার তিনি কনস্টাসকে আউট করতে পারতেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৩
cricket

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

জসপ্রীত বুমরাহকে কোনও ব্যাটারের হাতে এ ভাবে হেনস্থা হতে আগে দেখা যায়নি। অস্ট্রেলিয়ার হয়ে মেলবোর্ন টেস্টে অভিষেক হওয়া ১৯ বছরের স্যাম কনস্টাস যথেচ্ছ মেরেছেন এই মুহূর্তে বিশ্বের সেরা পেসারকে। মার খাওয়ার পর বুমরাহ জানিয়ে দিলেন, প্রথম দু’ওভারের মধ্যেই পাঁচ-ছ’বার তিনি কনস্টাসকে আউট করতে পারতেন।

Advertisement

কনস্টাস ৬৫ বলে ৬০ রানের ইনিংসে ছ’টি চার, দু’টি ছক্কা মেরেছেন। দু’টি ছক্কাই বুমরাহের বলে। সঙ্গে চারটি চার। পরিসংখ্যান যা-ই বলুক, বুমরাহ মনে করছেন কনস্টাসের উইকেট তিনি নিতেই পারতেন। অস্ট্রেলিয়ার ‘চ্যানেল ৭’-কে দেওয়া সাক্ষাৎকারে বুমরাহ বলেন, ‘‘ও বেশ নজর কাড়ার মতো ব্যাটার। কিন্তু আমার কখনও মনে হয়নি আমি উইকেট নিতে পারব না। বরং প্রথম দু’ওভারে ছ’-সাত বার ওকে আউট করতে পারতাম। কিন্তু ক্রিকেট এ রকমই। কোনও কোনও দিন সব ভাল হয়। কোনও কোনও দিন কিছুই ঠিক হয় না। একই লোককে সমালোচনা শুনতে হয়। আমার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভাল লাগে।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেললে যে তাঁর সেরাটা বেরিয়ে আসে সেটাও স্বীকার করে নিয়েছেন বুমরা। বলেছেন, “অবশ্যই। অস্ট্রেলিয়া সফর আমার সেরাটা বার করে আনে। ২০১৮ সালে এখানেই প্রথম সফরে এসেছিলাম। দু’বছর আগে এক দিনের ক্রিকেটে অভিষেকও এখানে। অস্ট্রেলিয়ার খেলা বেশ চ্যালেঞ্জের। কারণ এখানে পাটা উইকেট থাকে। নতুন কোকাবুরা বলে সাফল্য পাওয়া গেলেও পরের দিকে কিছুই পাওয়া যায় না। তাই কতটা নিখুঁত বল করতে পারছেন তার উপর অনেক কিছু নির্ভর করে।”

Advertisement
আরও পড়ুন