ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশের বাইরে রোহিত-কোহলী। —ফাইল চিত্র
আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় তিন নম্বরে উঠলেন সূর্যকুমার যাদব। তিনি টপকে গেলেন বাবর আজমকে। ব্যাটারদের তালিকায় প্রথম দশে ভারতীয়দের মধ্যে একমাত্র সূর্যকুমারই রয়েছেন। রোহিত শর্মা, বিরাট কোহলীরা লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ২৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন সূর্য। তার ফলে পয়েন্ট বেড়েছে তাঁর। ৭৮০ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে ভারতীয় ব্যাটার। বাবর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ২৪ বলে ৩১ রান করলেও পিছিয়ে চার নম্বরে চলে গিয়েছেন। তাঁর পয়েন্ট ৭৭১। সূর্যর থেকে ৯ পয়েন্ট কম তাঁর।
টি-টোয়েন্টিতে প্রথম দশে সূর্য ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার নেই। ১৪ নম্বরে রয়েছেন রোহিত। তাঁর পয়েন্ট ৬০২। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র দু’রান করেছেন কোহলী। তিনি ১৫তম স্থান থেকে এক ধাপ নেমেছেন। কোহলীর পয়েন্ট ৫৯১।
তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান। তাঁর পয়েন্ট ৮২৫। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার ব্যাটার আইডেন মার্করাম। তাঁর পয়েন্ট ৭৯২। বাবরের পরে পাঁচ নম্বরে ৭২৫ পয়েন্ট নিয়ে রয়েছেন ইংল্যান্ডের ব্যাটার দাউইদ মালান।